Kuldeep Yadav: স্পিন ভেল্কিতে জমল ভারত-শ্রীলঙ্কা দ্বৈরথ, কুলদীপের ঝুলিতে নয়া রেকর্ড
Asia Cup 2023, IND vs SL: স্পিন ভেল্কিতে রীতিমতো জমে উঠেছিল ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka) দ্বৈরথ। একদিকে ছিল শ্রীলঙ্কার তরুণ স্পিনার দুনিথ ওয়াল্লালাগে। অন্যদিকে ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। এই দ্বৈরথে জয়ী কুলদীপ। শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রোহিত শর্মার ভারত।
কলম্বো: শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের (Asia Cup 2023) ফাইনালে ভারত। স্পিন ভেল্কিতে রীতিমতো জমে উঠেছিল ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka) দ্বৈরথ। একদিকে ছিল শ্রীলঙ্কার তরুণ স্পিনার দুনিথ ওয়াল্লালাগে। অন্যদিকে ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। এই দ্বৈরথে জয়ী কুলদীপ। শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রোহিত শর্মার ভারত। সাদা বলের ক্রিকেটে এখন কুলদীপ যাদব কেন অটোমেটিক চয়েস হয়ে উঠেছেন, তা আরও একবার প্রমাণ করলেন তিনি। পরপর দুই ম্যাচে একাই কুলদীপ তুলে নিয়েছেন ৯টি উইকেট। একই সঙ্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে গড়েছেন নয়া নজির। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
কলম্বোয় কোন রেকর্ড গড়লেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব?
শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে ৯.৩ ওভার বল করে ৪টি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। তাঁর শিকার – সাদিরা সমরবিক্রমা, চরিথ আসালঙ্কা, কাসুন রজিথা ও মাথিসা পাথিরানা। লঙ্কানদের এই ৪ উইকেট নিয়ে ভারতের দ্রুততম স্পিনার হিসেবে ১৫০টি ওডিআই উইকেট নেওয়ার নজির গড়েছেন কুলদীপ যাদব। লঙ্কানদের বিরুদ্ধে ম্যাচের আগে পাকিস্তান ম্যাচে কুলদীপ ৫ উইকেট নিয়েছিলেন।
কুলদীপ দুরন্ত ফর্মে থাকায় এশিয়া কাপ ও বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাননি যুজবেন্দ্র চাহাল। তাই চাহালকে দলে না নেওয়ায় অনেক প্রাক্তন ক্রিকেটার সরব হয়েছেন। কিন্তু কুলদীপ যে যোগ্য হিসেবেই দলে সুযোগ পেয়েছেন, তা তিনি প্রতি ম্যাচেই প্রমাণ করছেন।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে যে স্পিনাররা সাহায্য পাবেন, তা ভারতের ইনিংসের সময়ই বোঝা গিয়েছিল। তাই তো বছর কুড়ির দুনিথ ওয়াল্লালাগে একের পর এক শুভমন গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়ার উইকেট তুলে নেন। তরুণ ওয়াল্লালাগে মোট ৫টি উইকেট নেন। তার ফলে তিনিও এক রেকর্ড গড়েছেন। শ্রীলঙ্কান তৃতীয় স্পিনার হিসেবে এশিয়া কাপের মঞ্চে ৫ উইকেট নিলেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল অজন্তা মেন্ডিস ও মুথাইয়া মুরলীধরনের নামে।