
এশিয়া কাপের সুপার ফোর পর্ব চলছে। এখনও পর্যন্ত টুর্নামেন্টে সব কটি ম্যাচ জেতা একমাত্র দল হিসেবে এগিয়ে চলেছে ভারত। গ্রুপের তিন ম্যাচেই জিতেছিল। তেমনই সুপার ফোর পর্বের প্রথম ম্যাচেই পাকিস্তানকে দুরমুশ করেছেন সূর্যকুমার যাদবরা। প্রতি ম্যাচেই ভারতকে অপ্রতিরোধ্য মনে হয়েছে। কাল অর্থাৎ বুধবার সুপার ফোরে ভারত নামবে বাংলাদেশের বিরুদ্ধে। জিতলে ফাইনালও নিশ্চিত ভারতের। এই ম্যাচের আগে বাংলাদেশের কোচ ফিল সিমন্স অবশ্য বলছেন, ভারতকে যে কোনও দল হারাতে পারে।
গ্রুপ পর্বে দুটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। তাদের ব্যাটিং কোনও ম্যাচেই ইউনিট হিসেবে পারফর্ম করতে পারেনি। সুপার ফোর পর্বে প্রথম ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসে তুঙ্গে বাংলাদেশ। কোচের কথাতে যেন সেটাই ফুটে বেরোল। তবে ভারতকে হারানো যে সহজ নয়, প্রতিটা টিমই টের পেয়েছে। বিশেষ করে বলতে হয় পাকিস্তানের কথা। রবিবার ১৭২ রান তাড়ায় নেমে দুই তরুণ ওপেনার অভিষেক শর্মা ও শুভমন গিল যে ব্য়াটিং করেছেন, যে কোনও বোলিং আক্রমণের কাছেই তা আতঙ্কের।
ভারতকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশের ক্য়ারিবিয়ান কোচ ফিল সিমন্স বলেন, ‘প্রত্য়েকটা টিমেরই ক্ষমতা রয়েছে ভারতকে হারানোর।’ সিমন্স আরও যোগ করেন, ‘রেজাল্ট ম্যাচের দিন ঠিক হয়। ভারত আগে কী করেছে, এর উপর রেজাল্ট নির্ভর করবে না। বুধবার কী হবে, তার উপর নির্ভর করবে। সেই তিন-সাড়ে তিন ঘণ্টার উপর নির্ভর করবে ফল। আমরা আমাদের সেরা পারফরম্যান্সটা দেওয়ার চেষ্টা করব। এভাবেই ম্যাচ জেতা সম্ভব।’
ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে যেমন উন্মাদনা দেখা যায়, তেমনই গত কয়েক বছরে ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরেও। এশিয়া কাপের এই ম্যাচ নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছে। কথার লড়াইও শুরু করে দিয়েছে বাংলাদেশ। কোচ ফিল সিমন্স আরও বলেন, ‘ভারত যে ম্যাচে থাকে, সেই ম্যাচ ঘিরে উন্মাদনা হবে, স্বাভাবিক। কারণ, ওরা বিশ্বের এক নম্বর টিম। আমরাও এই উন্মাদনায় গা ভাসাতে এবং ম্যাচটা উপভোগ করতে চাই।’