Asia cup 2025 IND vs OMA Live Streaming: ব্যাটারদের সুযোগ দেওয়ায় নজর, হ্যাটট্রিকের লক্ষ্যে ভারত
Asia cup 2025 India vs Oman Live Streaming: ওমান দু-ম্যাচেই হেরেছে। টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর দল ভারতের বিরুদ্ধে ছাপ ফেলাতেই নজর ওমান প্লেয়ারদের। সূর্যকুমার যাদবদের কাছে এটি প্র্যাক্টিস ম্য়াচও বলা যায়। বিশেষ করে ব্যাটারদের ক্ষেত্রে। এই ম্যাচের বিস্তারিত জেনে নিন।

আরব আমির শাহি এবং পাকিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়। এশিয়া কাপে সুপার ফোর আগেই নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট দল। গ্রুপ পর্বে শেষ ম্যাচে নামছেন সূর্যকুমার যাদবরা। প্রতিপক্ষ ওমান। এই গ্রুপে ভারত ও পাকিস্তান ছাড়া বাকি দু-দলই কার্যত অনভিজ্ঞ। আরব আমির শাহি ভারতের বিরুদ্ধে দাঁড়াতে না পারলেও পাকিস্তানকে প্রবল চাপে ফেলেছিল। ওমান দু-ম্যাচেই হেরেছে। টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর দল ভারতের বিরুদ্ধে ছাপ ফেলাতেই নজর ওমান প্লেয়ারদের। সূর্যকুমার যাদবদের কাছে এটি প্র্যাক্টিস ম্য়াচও বলা যায়। বিশেষ করে ব্যাটারদের ক্ষেত্রে। এই ম্যাচের বিস্তারিত জেনে নিন।
গ্রুপ এ-তে রয়েছে ভারত। প্রথম দুটি ম্যাচ খেলেছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তবে ওমানের বিরুদ্ধে ম্যাচটি আবু ধাবিতে খেলবে ভারত। নতুন মাঠ, পিচ একটু হলেও আলাদা। প্রথম দু-ম্যাচে ভারত সহজ জয় ছিনিয়ে নিয়েছে। সঞ্জু স্যামসনের মতো বিধ্বংসী ব্যাটার দু-ম্যাচে নামারই সুযোগ পাননি। ওপেন না করলেও তাঁকে ক্যাপ্টেন স্কাইয়ের আগেও নামার সুযোগ দেওয়া হতে পারে। তেমনই একাদশে একটি পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। জসপ্রীত বুমরাকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। তাঁর জায়গায় অর্শদীপ সিং কিংবা হর্ষিত রানাকে খেলানো হতে পারে। প্রত্যাশা করা হচ্ছে অক্ষর প্যাটেলের জায়গায় দেখা হতে পারে রিঙ্কু সিংকে।
ভারত ও ওমান ম্যাচ আগামী কাল অর্থাৎ শুক্রবার ১৯ সেপ্টেম্বর। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হবে ম্যাচটি। ভারতীয় সময় সন্ধে ৭.৩০ টায় টস এবং রাত ৮টায় ম্যাচ শুরু। টেলিভিশনে সোনি স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার এবং সোনি লিভ অ্যাপ্লিকেশনে স্ট্রিমিং। ওমানকে হারিয়ে যেমন জয়ের হ্যাটট্রিক এবং গ্রুপে সব ম্যাচ জিতে সুপার ফোরে যাওয়ায় নজর তেমনই রবিবারের পাকিস্তান ম্যাচের জন্য় প্রস্তুতির লক্ষ্যও থাকবে ভারতীয় দলের।
