
টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। আগামী বছর ফের বিশ্বকাপ (ICC T20 World Cup)। শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav)। বিশ্বকাপের প্রস্তুতির অন্যতম মঞ্চ এশিয়া কাপ শুরু (Asia Cup 2025)। আজ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে নেমেছিল ভারত। প্রতিপক্ষ আরব আমির শাহি। এশিয়া কাপের ফাইনালে উঠলে সব মিলিয়ে ২০টি টি-টোয়েন্টি ম্যাচ পাবে ভারতীয় দল। বিশ্বকাপের সেরা কম্বিনেশন খুঁজে নেওয়াই লক্ষ্য গৌতম গম্ভীরের। আরব আমির শাহি কাগজে কলমে ভারতের থেকে অনেক পিছিয়ে। অভিজ্ঞতার নিরিখেও। টস হেরে শুরুটা দুর্দান্ত করলেও মাত্র ৫৭ রানেই শেষ আরব আমির শাহি। অভিষেক শর্মার উইকেট হারিয়ে মাত্র ২৭ বলেই টার্গেট পূরণ ভারতের। রবিবার ভারত-পাকিস্তান মহারণ দুবাই স্টেডিয়ামে। মিশন বিশ্বকাপে ভারত বনাম আরব আমির শাহি (India vs United Arab Emirates) ম্যাচের সমস্ত আপডেট বাংলায় পাবেন এই লিঙ্কে।
টুর্নামেন্টে আট বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। নবম ট্রফির দৌড়েও দুর্দান্ত শুরু। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আরব আমির শাহিকে বিশাল ব্যবধানে হারাল ভারত। বিস্তারিত পড়ুন: নয় উইকেটের জয়ে নবম এশিয়া কাপ ট্রফির অভিযান শুরু ভারতের
ভারতের টার্গেট মাত্র ৫৮ রান। ছয় মেরে ইনিংস শুরু অভিষেক শর্মার। এরপর বাউন্ডারি। দ্রুতই ম্যাচ শেষ করায় নজর, বলার অপেক্ষা রাখে না।
সূর্যকুমার যাদব রিভিউ তুলে নিয়েছিলেন। যদিও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ আরব আমির শাহি। দ্রুতই উইকেট তুলে নিলেন শিবম দুবে। রইল বাকি ১ উইকেট।
তৃতীয় আম্পায়ার আউট দিয়েছিলেন। স্টাম্পিংয়ের আবেদনে সাড়া দেন তৃতীয় আম্পায়ার। রিভিউতে দেখা যায়, শিবম দুবেকে কিছু একটা বলতে আসছিলেন ব্যাটার। যে কারণে আম্পায়ার আউট দিলেও রিভিউ তুলে নেন সূর্যকুমার যাদব। ফলে ২ উইকেট বাকি।
শুরুটা দুর্দান্ত হয়েছিল। জসপ্রীত বুমরার সৌজন্যে প্রথম ধাক্কা। এরপর ভারতীয় স্পিনারদের দাপট। বরুণ চক্রবর্তী উইকেট নেন। কুলদীপ যাদবের ঝুলিতে তিন উইকেট। ইনিংসের মাঝপথে ৫ উইকেটে ৫১ রান তুলেছে আরব আমির শাহি।
কুলদীপ যাদবকে সামলাতে হিমসিম পরিস্থিতি আরব আমির শাহির। সদ্য দলীপ ট্রফিতে লাল বলে খেলেছেন। উইকেট পাননি। এশিয়া কাপে প্রথম ম্যাচেই দুরন্ত ছন্দে কুলদীপ। ইতিমধ্যেই তাঁর ঝুলিতে তিন উইকেট।
আরব আমির শাহি ক্যাপ্টেন মহম্মদ ওয়াসিমকে লেগ বিফোর করলেন কুলদীপ যাদব। অনফিল্ড আম্পায়ার আউট দেন। রিভিউ নিয়েছিলেন আরব আমির শাহি ক্য়াপ্টেন। যদিও কোনও লাভ হয়নি।
কুলদীপ যাদবের বোলিংয়ে বড় শট খেলার চেষ্টা রাহুল চোপড়ার। যদিও সংযোগ ঠিক হয়নি। শুভমন গিলের ক্যাচে ফিরলেন রাহুল। তিন উইকেট হারিয়ে চাপে আরব আমির শাহি।
পাওয়ার প্লে-তে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। আরব আমির শাহির শুরুটা ভালো হয়েছিল। যদিও বুমরা এবং বরুণের জোড়া উইকেটে ভারত এগিয়ে।
জসপ্রীত বুমরা গতির হেরফের কত ভালো করতে পারেন, এ বিষয়ে সন্দেহ নেই। আরব আমির শাহির বিরুদ্ধেও তার অন্যথা হল না। কখনও দুরন্ত গতি, আবার স্লোয়ার। গতি বুঝতে গিয়েই বোল্ড আলিশান শারাফু। বুমরার ইয়র্কারে উইকেট প্রাপ্তি।
গত বিশ্বকাপে দৌড়ে ছিলেন রিঙ্কু সিং। শেষ অবধি স্পিনার বাড়ানোর কারণে মূল স্কোয়াডে জায়গা হয়নি। আগামী বিশ্বকাপে হয়তো স্কোয়াডে থাকবেন রিঙ্কু সিং। কিন্তু একাদশে জায়গা হবে কি? এত তাড়াতাড়ি বলা কঠিন। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট রিঙ্কুকে ভাবনায় রাখেনি, আপাতত যেন তাই বলা যায়। দুই রিস্ট স্পিনার খেলানো হচ্ছে আরব আমির শাহির বিরুদ্ধে। স্পেশালিস্ট পেসার হিসেবে শুধুমাত্র বুমরা। পেস বোলিংয়ে তাঁকে সহযোগিতা করবেন দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। বিস্তারিত পড়ুন: বিশ্বকাপের ভাবনায় নেই রিঙ্কু সিং! উঠছে প্রশ্ন…
আরব আমির শাহির বিরুদ্ধে ভারতের একাদশ-অভিষেক শর্মা, শুভমন গিল, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা।
কম্বিনেশনে তিন স্পিনার। জসপ্রীত বুমরার সঙ্গে পেস আক্রমণ সামলাবেন হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। রিঙ্কু সিংয়ের জায়গা হল না একাদশে।
ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব টস, হেড ডাকেন আরব আমির শাহি ক্যাপ্টেন মহম্মদ ওয়াসিম। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত সূর্যকুমার যাদবের। পরিস্থিতি বুঝে নিতে চান ভারত অধিনায়ক।
এখনও অবধি যা পরিস্থিতি, তাতে এই প্রশ্ন ওঠারই কথা নয়। তবে বিশ্বকাপের ভাবনা শুরু। ভারতীয় টিম ম্যানেজমেন্ট সেরা কম্বিনেশন খুঁজে নেওয়ার চেষ্টায়। টি-টোয়েন্টি ফর্ম্যাটে অলরাউন্ডারদের গুরুত্ব বেশি, তা বলার অপেক্ষা রাখে না। রিঙ্কু সিং ফিনিশার হিসেবে দুর্দান্ত। খেলানো হলে বোলিংয়েও অবদান রাখতে হবে। সে কারণেই এই প্রশ্ন।
ভারতের কোচ হিসেবে ইতিমধ্যেই ওয়ান ডে ফর্ম্যাটে জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। এ বার টি-টোয়েন্টি ফর্ম্যাটে এশিয়া কাপেই নজর গৌতম গম্ভীরের। অভিযান শুরু আজ। ভারত বনাম আরব আমির শাহি ম্যাচের প্রিভিউ পড়ুন বিস্তারিত: গুরু বনাম কোচ! বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে ইতিহাসে নজর UAE-র