AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asia cup 2025 IND vs UAE Match Prediction: গুরু বনাম কোচ! বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে ইতিহাসে নজর UAE-র

Asia cup 2025 India vs United Arab Emirates Match Preview: ভারতকেই শুধু সাফল্য দিয়েছেন তা নয়। লালচাঁদ রাজপুতের বিষয়ে একটা জিনিস লক্ষ্যণীয়। ক্রিকেটে তথাকথিত ছোট দেশগুলিকে বড় সাফল্য দেওয়ার জন্য় বিশেষ ভাবে পরিচিত ভারতের এই প্রাক্তন কোচ। এ বার যেমন নজরে আরব আমির শাহি।

Asia cup 2025 IND vs UAE Match Prediction: গুরু বনাম কোচ! বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে ইতিহাসে নজর UAE-র
Image Credit: PTI
| Updated on: Sep 10, 2025 | 12:48 AM
Share

গুরু বনাম কোচ! ভারত বনাম আরব আমির শাহি ম্যাচ ঘিরে এমনটা বলাই যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী সংস্করণেই খেতাব জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। সেই টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য় গৌতম গম্ভীর। তিনি এখন ভারতের কোচ। এশিয়া কাপে প্রথম ম্যাচেই গুরুর বিরুদ্ধে মস্তিষ্কের লড়াই গম্ভীরের। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ে কোচিং টিমের প্রধান মুখ ছিলেন লালচাঁদ রাজপুত। ভারতকেই শুধু সাফল্য দিয়েছেন তা নয়। লালচাঁদ রাজপুতের বিষয়ে একটা জিনিস লক্ষ্যণীয়। ক্রিকেটে তথাকথিত ছোট দেশগুলিকে বড় সাফল্য দেওয়ার জন্য় বিশেষ ভাবে পরিচিত ভারতের এই প্রাক্তন কোচ। এ বার যেমন নজরে আরব আমির শাহি। তাদের কোচ লালচাঁদ রাজপুত। নিজের দেশের বিরুদ্ধে ইতিহাস গড়াতেই নজর।

এশিয়া কাপে অভিযান শুরু করছে ভারত। আসল লক্ষ্য অবশ্য় বিশ্বকাপ ধরে রাখা। টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। আগামী বছর ফের বিশ্বকাপ। এশিয়া কাপ থেকেই প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টিতে ধারাবাহিক ভালো পারফর্ম করছে ভারতীয় দল। তবে এশিয়া কাপ থেকেই সেরা কম্বিনেশন বেছে নেওয়াতেই নজর থাকবে। বিশেষ করে বলতে হয় শুভমন গিলের জায়গা নিয়ে। টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরানো হয়েছে শুভমনকে। ভাইস ক্যাপ্টেনও করা হয়েছে। যে কারণে ওপেনিং স্লট নিয়ে নানা ভাবনা চিন্তার জায়গা।

গত কয়েক সিরিজে সঞ্জু স্যামসন-অভিষেক শর্মার ওপেনিং জুটি দুর্দান্ত পারফর্ম করেছে। তিলক ভার্মা চারে ব্যাট করতেন। যদিও ক্যাপ্টেন স্কাইকে অনুরোধ করায় ব্যাটিং অর্ডারে প্রোমোশন হয়েছিল। তিন নম্বরে আরও ধারালো হয়ে উঠেছেন তিলক। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব চারে। এখনও অবধি যা পরিস্থিতি অভিষেক শর্মার সঙ্গে ওপেন করবেন ভাইস ক্যাপ্টেন শুভমন গিল। সঞ্জুকে খেলাতে হলে বসাতে হবে তিলককে। কিংবা মিডল অর্ডারে দেখা যেতে পারে। কিন্তু মিডল অর্ডারে আর এক কিপার ব্যাটার বিকল্প হিসেবে রয়েছেন জীতেশ শর্মা। ফলে সঞ্জুর জায়গাই সঙ্কটে।

প্রথম ম্যাচে বোলিং কম্বিনেশন নিয়েও কিছুটা ধোঁয়াশা রয়েছে। দুবাইয়ের পিচে ঘাস রয়েছে। সাধারণত এখানকার পিচে স্পিনাররাই সুবিধা পেয়ে থাকেন। সে কারণেই বাড়তি পেসার হিসেবে হর্ষিত রানা কিংবা পেস বোলিং অলরাউন্ডার হিসেবে শিবম দুবেকে খেলানো হবে কি না, তা নিয়ে ভাবনার জায়গা রয়েছে। এখনও অবধি যা পরিস্থিতি, দুই পেসার জসপ্রীত বুমরা ও অর্শদীপ সিংয়ের সঙ্গে থাকছেন হার্দিক পান্ডিয়া। স্পিন বিকল্পে যেমন অক্ষর প্য়াটেল থাকছেন, তাঁর সঙ্গে কুলদীপ কিংবা বরুণের মধ্যে একজনকে দেখা যেতে পারে। পার্টটাইম বিকল্প হিসেবে অভিষেক শর্মা রয়েছেন।

কাগজে কলমে আরব আমির শাহির থেকে অনেক এগিয়ে ভারত। বিশেষ করে দক্ষতা এবং অভিজ্ঞতার দিক থেকে। যদিও প্রথম ম্যাচে আত্মতুষ্টির জায়গা নেই ভারতের কাছে। ভারতীয় দল দীর্ঘ সময় পর টি-টোয়েন্টিতে নামছে। প্রতিপক্ষ আরব আমির শাহি সদ্য ত্রিদেশিয় সিরিজে অংশ নিয়েছে। শুধু তাই নয়, আফগানিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়ে দিয়েছে। ভারতের মতো সেরা টিমকে হারিয়ে ইতিহাস গড়াতেই নজর কোচ লালচাঁদ রাজপুতের। গৌতম গম্ভীরের কাছে এই টুর্নামেন্ট মিশন বিশ্বকাপের সঠিক পথে থাকা।