India vs Malaysia: ক্রিকেটে আজ স্মৃতিদের যাত্রা শুরু, নজরে বাংলার রিচা-তিতাস
Asian Games 2023, Women's Cricket : কোয়ার্টার ফাইনালে ভারতীয় শিবিরে আলোচনায় বাংলার দুই ক্রিকেটার। রিচা ঘোষ এবং তিতাস সাধু। কিপার ব্যাটার রিচা ঘোষ সিনিয়র দলে নিয়মিত। কিন্তু বাংলাদেশ সফরে রিচাকে দলে রাখা হয়নি। পাওয়ার হিটারের অভাব খুব ভালো ভাবেই টের পেয়েছে দল। অন্য দিকে, অনূর্ধ্ব বিশ্বকাপে সাফল্যের পর সিনিয়র দলেও তিতাস। এখন নতুন সফরে পা রাখা এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেকে মেলে ধরার অপেক্ষায় বাংলার পেসার তিতাস।
হানঝাউ: এশিয়ান গেমস ক্রিকেটে আজ যাত্রা শুরু ভারতের মহিলা দলের। এশিয়ার সেরা দল ভারত। এশিয়া কাপে সাত বারের চ্যাম্পিয়ন। এক বারই মাত্র এশিয়া কাপ হাতছাড়া হয়েছে ভারতের। তবে এশিয়ান গেমসে লড়াইটা এতটাও সহজ নয়। ভারতের মতোই শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে। সেমিফাইনাল থেকে কঠিন লড়াই, এটুকু বলা যায়। আজ কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ মালয়েশিয়া। কাগজে-কলমে অনেক পিছিয়ে থাকলেও ক্রিকেটে সহজ প্রতিপক্ষ বলে কিছু হয় না। বড় দলের বিরুদ্ধে জ্বলে উঠতেই পারে। এশিয়ান গেমসে ভারত বনাম মালয়েশিয়া ম্যাচ নিয়ে আরও বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতীয় মহিলা ক্রিকেট দলের সার্বিক পারফরম্যান্স নিয়ে চিন্তার জায়গা কম। এশিয়ার একমাত্র দল যারা আইসিসির গত তিনটি টুর্নামেন্টেই সেমিফাইনাল, ফাইনাল অবধি পৌঁছেছে। গত বছর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসেও ফাইনালে উঠেছিল ভারত। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার, রুপোর পদকেই সন্তুষ্ট থাকতে হয়েছিল। আইসিসির ট্রফি জিততে না পারার আক্ষেপ অবশ্যই রয়েছে। তেমনই সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে চিন্তাও। ভারতের গত সিরিজ বলতে বাংলাদেশ সফর। টি-টোয়েন্টি হোক বা ওয়ান ডে, দুই ফরম্যাটেই হতাশাজনক পারফরম্য়ান্স ভারতের। টি-টোয়েন্টিতে কোনওরকমে জয়। ওয়ান ডে সিরিজ টাই হয়।
বাংলাদেশ সফরে শৃঙ্খলাজনিত কারণে প্রবল বিতর্কের মুখে পড়েছিলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ঘটনার রেশ গড়ায় আইসিসি পর্যন্ত। হরমনপ্রীতকে নির্বাসনের মুখেও পড়তে হয়েছে। এশিয়ান গেমসে প্রথম দু-ম্যাচে পাওয়া যাবে না তাঁকে। কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে স্মৃতি মান্ধানার নেতৃত্বে খেলবে ভারত। ফাইনালে উঠলে হরমনপ্রীত ফিরবেন। আর ফাইনালে না উঠতে পারলে ব্রোঞ্জের ম্যাচে।
কোয়ার্টার ফাইনালে ভারতীয় শিবিরে আলোচনায় বাংলার দুই ক্রিকেটার। রিচা ঘোষ এবং তিতাস সাধু। কিপার ব্যাটার রিচা ঘোষ সিনিয়র দলে নিয়মিত। কিন্তু বাংলাদেশ সফরে রিচাকে দলে রাখা হয়নি। কেন সুযোগ হয়নি, তা রহস্যই। সফরে পাওয়ার হিটারের অভাব খুব ভালো ভাবেই টের পেয়েছে দল। এশিয়ান গেমসে তাঁকে ফেরাতে বাধ্য হয়েছে টিম ম্যানেজমেন্ট। সিনিয়র দলের পাশাপাশি উদ্বোধনী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও খেলেছেন রিচা। চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বাংলার পেসার তিতাস সাধু। বিশেষ করে বলতে হয় ফাইনালের কথা। অনূর্ধ্ব বিশ্বকাপে সাফল্যের পর উইমেন্স প্রিমিয়ার লিগ, এমার্জিং এশিয়া কাপ এবং দ্রুতই সিনিয়র দলেও তিতাস। এখন নতুন সফরে পা রাখা এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেকে মেলে ধরার অপেক্ষায় বাংলার পেসার তিতাস।
ভারত বনাম মালয়েশিয়া, সকাল ৬.৩০, সোনি স্পোর্টস নেটওয়ার্ক, সোনি লিভ অ্যাপে