IND vs AUS: অ্যাডিলেডে ৩৬ এর লজ্জা আরও বাড়াল, স্টার্ক-কামিন্সে কচুকাটা ভারত
Pink Ball Test, BGT: অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে লজ্জার মুখে পড়লেন রোহিতরা। ভারত মাত্র ১৯ রানের টার্গেট দিয়েছিল অজিদের। ১০ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরালেন কামিন্সরা।
কলকাতা: বিরাট কোহলি, রোহিত শর্মাদের ঠিক আকাশ থেকে মাটিতে নামিয়ে সিরিজে সমতা ফেরালেন প্যাট কামিন্সরা। অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে লজ্জার মুখে পড়লেন রোহিতরা। ভারত মাত্র ১৯ রানের টার্গেট দিয়েছিল অজিদের। ১০ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরালেন কামিন্সরা। প্রথম ইনিংসে ভারত ১৮০ রানে অলআউট হয়েছিল। স্টার্ক নিয়েছিলেন ৬ উইকেট। হেডের ১৪০ রানের সুবাদে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৩৭ রান তোলে। দ্বিতীয় ইনিংসে ভারত ১৭৫ রানে অলআউট। ৫ উইকেট কামিন্সের। বর্ডার-গাভাসকর ট্রফির আর ৩টি ম্যাচ বাকি। ভারতের গত অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে ৩৬ রানে অলআউটের লজ্জা তাড়া করেছিল। এ বার তা যেন আরও বাড়ল।
পিঙ্ক বল টেস্ট যে পাঁচদিনে গড়াবে না, তা কার্যত পরিষ্কার হয়ে গিয়েছিল দ্বিতীয় দিনের খেলার শেষেই। ভারত প্রথম ইনিংসে ১৮০ রানে অলআউট হয়। নেপথ্যে মিচেল স্টার্কের ৬ উইকেট। এরপর অজিরা মার্নাস লাবুশেনের ৬৪ ও ট্রাভিস হেডের ১৪০ রানের অনবদ্য ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে তোলে ৩৩৭ রান। জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজরা নেন ৪টি করে উইকেট। নীতীশ কুমার রেড্ডি ও রবিচন্দ্রন অশ্বিন নেন ১টি করে উইকেট। দ্বিতীয় দিনই ভারতের দ্বিতীয় ইনিংস শুরু হয়ে যায়। দিনশেষে টিম ইন্ডিয়া ৫ উইকেটে ১২৮ রান তোলে। ক্রিজে ২৮ রানে অপরাজিত ছিলেন ঋষভ পন্থ এবং ১৫ রানে অপরাজিত ছিলেন নীতীশ রেড্ডি।
অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনের শুরুতেই পন্থকে ফেরান অজি ক্যাপ্টেন কামিন্স। এরপর নীতীশ জুটি বাঁধেন রবি অশ্বিনের সঙ্গে। ৩০তম ওভারের চতুর্থ বলে অশ্বিনকে (৭) ফেরান কামিন্স। এরপর হর্ষিত রানার উইকেটও কামিন্সের খাতায়। দ্রুতগতিতে যখন ভারতের একের পর এক উইকেট পড়ছিল, সেই সময় নীতীশ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ভারতকে লিড এনে দেওয়ার। তাঁর চেষ্টাতেই ভারত শেষ অবধি অজিদের ১৯ রানের টার্গেট দেয়। ৪৭ বলে ৪২ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন নীতীশ রেড্ডি। ভারতীয় তরুণ তুর্কির উইকেট তুলে নিয়ে কামিন্স ফাইফার পূরণ করেন। প্রথম ইনিংসে অজি নায়ক বনেছিলেন স্টার্ক। আর দ্বিতীয় ইনিংসে এক্কেবারে অধিনায়কোচিত পারফরম্যান্স তুলে ধরেছেন কামিন্স। ১৪ ওভারে ৫৭ রান দিয়ে তিনি নেন ৫ উইকেট।
মাত্র ১৯ রানের টার্গেট তাড়া করতে নেমে অজি ওপেনার নাথান ম্যাকসোয়েনি ও উসমান খোয়াজা ৩.২ ওভারে টার্গেট পূরণ করে ফেলেন। যার ফলে ১০ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া।