IND vs NZ, CT 2025: টানা ১৪ ODI ম্যাচে টস হার ভারতের, সেমিতে রান তাড়া করবেন রোহিতরা

Mar 04, 2025 | 5:40 PM

ICC Champions Trophy 2025: চলতি মিনি বিশ্বকাপে প্রথম সেমিফাইনাল হচ্ছে দুবাইতে। সেখানে মুখোমুখি রোহিত শর্মার ভারত ও স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিতবে যে দল পৌঁছে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সোনালি ট্রফির খুব কাছে।

IND vs NZ, CT 2025: টানা ১৪ ODI ম্যাচে টস হার ভারতের, সেমিতে রান তাড়া করবেন রোহিতরা
ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে টস জিতেছেন স্টিভ স্মিথ।
Image Credit source: X

Follow Us

দুবাই: মরুশহরে মঙ্গলবার মিনি বিশ্বকাপের মেগা ম্যাচ। পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে দুবাইতে। সেখানে কড়া টক্কর হবে রোহিত শর্মার ভারত (India) এবং স্টিভ স্মিথের অস্ট্রেলিয়ার (Australia)। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের পর এই নিয়ে ভারত টানা ১৪টি একদিনের ম্যাচে টস হারল। আর তাতে রোহিত শর্মার টস হার ১১টি ম্যাচে। কারণ মাঝে লোকেশ রাহুল ভারতের হয়ে ৩টি ওডিআইতে ক্যাপ্টেন্সি করেছিলেন। আজ, ৪ মার্চের ম্যাচে ভারতীয় ক্রিকেট প্রেমীদের বিশেষ নজর রয়েছে। আপাতত টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক। অর্থাৎ আজ শুরুতেই টিম ইন্ডিয়ার বোলিং বিভাগের পরীক্ষা হবে।

টসের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ বলেন, “আমরা ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি। পিচ শুষ্ক দেখাচ্ছে। আর মনে হচ্ছে টার্ন হবে। ভারতের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে রয়েছি। আজ একাদশে ২টো বদল। ম্যাট শর্টের পরিবর্তে একাদশে এসেছেন কুপার কোনোলি। আর স্পেনসর জনসনের পরিবর্তে এসেছেন তনবীর সাঙ্ঘা।”

টসের পর রোহিত শর্মা বলেন, “আমরা প্রথমে ব্যাটিং এবং ফিল্ডিং দুটোর জন্যই তৈরি। উইকেট আলাদা আলাদা আচরণ করেছে। আমরা এখানে তিনটে ম্যাচ খেলেছি। প্রতিবারই কিছু না কিছু আলাদা হয়েছে। পিচের চরিত্র পরিবর্তন হয়। প্রতিটি পিচের আলাদা আলাদা প্রকৃতি রয়েছে। একাদশে কোনও পরিবর্তন নেই।”

ভারতের একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সামি ও বরুণ চক্রবর্তী।

অস্ট্রেলিয়ার একাদশ – ট্রাভিস হেড, কুপার কোনোলি, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জস ইংলিশ, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, নাথান এলিস, বেন ডোয়েরিস, অ্যাডাম জাম্পা ও তনবীর সাঙ্ঘা।