AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Women’s CPL ভিডিয়ো: উইকেট নিয়েই ‘শাহরুখ’ হলেন অজি অলরাউন্ডার

Shahrukh Khan Iconic Style: বার্বাডোজ রয়্যালসের কাছে ত্রিনবাগো নাইট রাইডার্স হারলেও ম্যাচটা অনেকের কাছে উপভোগ্য হয়ে উঠল একটা মুহূর্তের জন্য। যেখানে কিং খানকে নকল করলেন অজি অলরাউন্ডার জেস জোনাসন। ম্যাচের মাঝেই শাহরুখ হয়ে উঠলেন।

Women's CPL ভিডিয়ো: উইকেট নিয়েই 'শাহরুখ' হলেন অজি অলরাউন্ডার
Image Credit: TKR
| Updated on: Aug 24, 2024 | 5:56 PM
Share

মেয়েদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলছে। খেলছেন ভারতের দুই ক্রিকেটার জেমাইমা রডরিগজ ও শিখা পান্ডে। ভারতের কিংবদন্তি পেসার ঝুলন গোস্বামী কোচিং টিমে রয়েছেন। আর সেখানে ভারতের ভাইব আনলেন এক অজি অলরাউন্ডার। জেমাইমা, শিখার সতীর্থ। ত্রিনবাগো নাইট রাইডার্সের অলরাউন্ডার জেস জোনাসন। ভারতের উইমেন্স প্রিমিয়ার লিগেও খেলেন এই অজি অলরাউন্ডার। বার্বাডোজ রয়্যালসের কাছে ত্রিনবাগো নাইট রাইডার্স হারলেও ম্যাচটা অনেকের কাছে উপভোগ্য হয়ে উঠল একটা মুহূর্তের জন্য। যেখানে কিং খানকে নকল করলেন অজি অলরাউন্ডার জেস জোনাসন। ম্যাচের মাঝেই শাহরুখ হয়ে উঠলেন।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের একটি ভিডিয়ো সোশ্যাল মিডায়ায় ভাইরাল। ত্রিনবাগো নাইট রাইডার্স বনাম বার্বাডোজ রয়্যালস ম্যাচ চলছিল। টরবার ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেয় রয়্যালস। নাইট রাইডার্সের ব্যাটিং অবশ্য ভালো হয়নি। শেষ দিকে শিখা পান্ডে ৩০ রান করেন। ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১৩ রান করে ত্রিনবাগো নাইট রাইডার্স। জবাবে ১৭.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছয় রয়্যালস।

এই ম্যাচেই বার্বাডোজ রয়্যালসের ১৫তম ওভারে বোলিং করছিলেন নাইট রাইডার্সের অলরাউন্ডার জেস জোনাসন। আলিয়া অ্যালাইনেকে ক্লিন বোল্ড করেন জোনাসন। এরপরই দু-হাত তুলে শাহরুখের পোজ দেন। নাইট রাইডার্স হারলেও বল হাতে সফল জোনাসন। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। যদিও রয়্যালসের অধিনায়ক হেইলি ম্যাথিউজের ৬৭ রানের বিধ্বংসী ইনিংসে নাইটদের হার। ম্যাচে আলোচনার কেন্দ্রে অবশ্য শাহরুখের সেই পোজ।

বলিউডের বাদশাকে কে না পছন্দ করেন! গত উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছিলেন শাহরুখ। প্রাক্তন অজি অধিনায়ক মেগ ল্যানিং, ভারত অধিনায়ক হরমনপ্রীতদের এই পোজও শিখিয়েছিলেন খোদ কিং খান। জোনাসনও যেন প্র্যাক্টিস করে রেখেছিলেন। তিনি যে শাহরুখের টিমেই খেলছেন!