AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rishabh Pant: পন্থ অস্ট্রেলিয়ান হলে… অজি ক্রিকেটারের মনের কথা শুনে কী বললেন ঋষভ?

IND vs AUS: বর্তমানে ঋষভ পন্থ ব্যস্ত দেশের মাটিতে চলতি ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজে। এরই মাঝে এক অজি তারকা ঋষভ পন্থকে নিয়ে নিজের মনের কথা জানিয়েছেন।

Rishabh Pant: পন্থ অস্ট্রেলিয়ান হলে... অজি ক্রিকেটারের মনের কথা শুনে কী বললেন ঋষভ?
পন্থ অস্ট্রেলিয়ান হলে... অজি ক্রিকেটারের মনের কথা শুনে কী বললেন ঋষভ?Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Sep 27, 2024 | 9:28 AM

কলকাতা: ঋষভ পন্থের (Rishabh Pant) অনুরাগীরা সারা দেশে যেমন ছড়িয়ে রয়েছেন, তেমনই বিদেশেও তাঁর ভক্তর সংখ্যা কম নয়। টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার ব্যাটারকে অনেকেই পছন্দ করেন। বর্তমানে তিনি ব্যস্ত দেশের মাটিতে চলতি ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজে। এরই মাঝে এক অজি তারকা ঋষভ পন্থকে নিয়ে নিজের মনের কথা জানিয়েছেন। তাঁর মতে ঋষভ অস্ট্রেলিয়ান হলে ভালো হত। এমন মন্তব্য কে করলেন? আর তা শুনে পন্থের প্রতিক্রিয়া কী?

এ বছরের শেষের দিকে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে যাবে বর্ডার গাভাসকর ট্রফি খেলতে। তার আগে সে দেশের একাধিক ক্রিকেটার ভারতীয় তারকাদের নিয়ে আলোচনা করছেন। এ বার স্টার স্পোর্টসকে অজি অলরাউন্ডার মিচেল মার্শ ভারতের ঋষভ পন্থকে নিয়ে নানা কথা বলেছেন। মার্শের কথায়, ‘ও অসাধারণ একজন মানুষ। আমার মনে হয়, ও যদি অস্ট্রেলিয়ান হত, ভালো হত। গত কয়েক বছরে ও অনেক কিছুর মধ্য দিয়ে গেছে। আর তারপর ওর ফিরেছেও দুর্দান্তভাবে। ও খুব পজিটিভ। এখনও তরুণ এবং জিততে ভালোবাসে। ওর মতো প্রতিপক্ষ বেশ ভালো।’

মার্শের মতো অজি ক্রিকেটার ট্রাভিস হেডও একই কথা ভাবে পন্থকে নিয়ে। তিনি বলেন, ‘আমার মতে ঋষভ পন্থ হল সেই ভারতীয় ক্রিকেটার, যাকে মনে হয় ও অনেকটা অস্ট্রেলিয়ান। খেলার সময় ওর আগ্রাসী মেজাজ দেখার মতো। ওর বিরুদ্ধে খেলার মজাই আলাদা।’

স্টার স্পোর্টসের ওই ভিডিয়োতে ঋষভ পন্থ নিজের মতামত কয়েকটি ইমোজির মাধ্যমে শেয়ার করেছেন। এ বছর অস্ট্রেলিয়া সফরে ৫ টেস্টের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেখানে বিশেষ নজর থাকবে ঋষভ পন্থের দিকে।

Pant's reaction

মিচেল মার্শ ও ট্রাভিস হেডের ভিডিয়োতে ঋষভ পন্থের রিঅ্যাকশন।