AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Watch Video: ৬, ৬, ৬, ৬… দিল্লি লিগে ঝড় তুললেন IPL এর ‘বেবি এবি’ আয়ুষ বাদোনি

Ayush Badoni: লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেন আয়ুষ বাদোনি। তাঁকে 'ছোটা প্যাকেট, বড়া ধামাকা'ও বলেছেন অনেকে। এ বার আয়ুষ দ্যুতি ছড়াচ্ছেন দিল্লি প্রিমিয়ার লিগে।

Watch Video: ৬, ৬, ৬, ৬... দিল্লি লিগে ঝড় তুললেন IPL এর 'বেবি এবি' আয়ুষ বাদোনি
Watch Video: ৬, ৬, ৬, ৬... দিল্লি লিগে ঝড় তুললেন IPL এর 'বেবি এবি' আয়ুষ বাদোনি
| Updated on: Aug 26, 2024 | 1:39 PM
Share

কলকাতা: আইপিএলে তিনি পরিচিতি পেয়েছেন ‘বেবি এবি’ বলে। লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেন আয়ুষ বাদোনি (Ayush Badoni)। তাঁকে ‘ছোটা প্যাকেট, বড়া ধামাকা’ও বলেছেন অনেকে। এ বার আয়ুষ দ্যুতি ছড়াচ্ছেন দিল্লি প্রিমিয়ার লিগে (Delhi Premier League)। সাউথ দিল্লি সুপারস্টার্জের ক্যাপ্টেন তিনি। তাঁর পাওয়ারহিটিং ব্যাটিং দেখা গিয়েছে ওয়েস্ট দিল্লি লায়ন্সের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর এক ওভারে টানা ৪টি ছয় মারার ভিডিয়ো।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সাউথ দিল্লি সুপারস্টার্জের ইনিংস চলাকালীন অষ্টম ওভারে বোলিংয়ে আসেন হৃত্বিক শোকিন। তাঁর বিরুদ্ধে পরপর ছয় মারতে থাকেন আয়ুষ। ওই ওভারে মোট ৪টি ছয় মারেন আয়ুষ। সাউথ দিল্লি সুপারস্টার্জের ক্যাপ্টেনের আগ্রাসী ব্যাটিং সকলের মন জয় করে নিয়েছে। তিনি মাত্র ২৮ বলে ৫৭ রান করেন।

দিল্লি প্রিমিয়ার লিগে সাউথ দিল্লি সুপারস্টার্জেরের বিরুদ্ধে ওয়েস্ট দিল্লি লায়ন্স টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। আয়ুষের ২৮ বলে ৫৭ রানের পাশাপাশি তেজস্বী দাহিয়া করেন ২৩ বলে ৫৭। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২২৮ রান তোলে আয়ুষ বাদোনির দল। ২২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে ১৫৯ রানে অলআউট হয় ওয়েস্ট দিল্লি। যার ফলে ৬৯ রানের বড় জয় সাউথ দিল্লির। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন সাউথ দিল্লি সুপারস্টার্জের ক্যাপ্টেন আয়ুষ বাদোনি।