Babar Azam: প্রোটিয়া ম্যাচের আগে দলকে পেপটক দিয়ে ট্রোলড হলেন বাবর আজম
ICC World Cup 2023: জোড়া জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলেন বাবর-রিজওয়ানরা। তারপর যে ভাবে হারের হ্যাটট্রিক করেছে গ্রিন আর্মি, তাতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা দলকে তুলোধনা করেছেন। একইসঙ্গে পাকিস্তানের বর্তমান ক্যাপ্টেন বাবর আজমকেও (Babar Azam) ছেড়ে কথা বলেননি প্রাক্তন পাক তারকারা।
চেন্নাই: দলের অধিনায়কের কাজ দলকে সব সময় উদ্বুদ্ধ করা। চলতি বিশ্বকাপে (ICC World Cup) টানা তিন ম্যাচ হেরে অনেকটাই দেওয়ালে পিঠ ঠেকার মতো অবস্থা পাকিস্তানের। জোড়া জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলেন বাবর-রিজওয়ানরা। তারপর যে ভাবে হারের হ্যাটট্রিক করেছে গ্রিন আর্মি, তাতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা দলকে তুলোধনা করেছেন। একইসঙ্গে পাকিস্তানের বর্তমান ক্যাপ্টেন বাবর আজমকেও (Babar Azam) ছেড়ে কথা বলেননি প্রাক্তন পাক তারকারা। সোশ্যাল মিডিয়াতেও বাবরকে নিয়ে কম সমালোচনা হয়নি। তাঁর ক্যাপ্টেন্সি নিয়েও আঙুল তুলেছেন অনেকে। এই পরিস্থিতিতেও দলকে উদ্বুদ্ধ করতে ছাড়ছেন না বাবর। কিন্তু তা করতে গিয়ে এ বার ট্রোলড হলেন পাক নেতা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সোশ্যাল মিডিয়া সাইট X এ পাকিস্তানের টিম হার্ডলের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে দলের সকলকে উদ্বুদ্ধ করার জন্য বার্তা দিচ্ছেন পাকিস্তানের অধিনায়ক। তাতে বাবর দলের বাকিদের বলেন, ‘আমরা এটা অতীতেও করে দেখিয়েছি। আমরা পড়ে গেলে তারপর যখন উঠি, তখন অনেকটা ওপরে উঠি। সেই সময়গুলো মনে কর তোমরা। কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। তা হলে আমাদের জন্য সুবিধে হবে। তাই নিজেদের উপর ভরসা থাকা দরকার যে, আমরা অতীতে এটা করে দেখিয়েছি। তা হলে এ বার কেন নয়।’
Our Kaptaan giving motivational speech to players!🥰#BabarAzam | #BabarAzam𓃵 | #BabarAzamIsMyCaptian | #BehindYouBabarAzam pic.twitter.com/LDd6ohyOzG
— Salman Asif (@SalmanAsif2007) October 26, 2023
দলের শোচনীয় অবস্থায় অধিনায়ক এমনই ভরসার বার্তা দেবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু, নিন্দুকেরা শুধু সুযোগ খোঁজেন। যে কারণে বাবরের এই পেপটকেও তাঁরা বিদ্রূপ করতে ছাড়েননি। সোশ্যাল মিডিয়া সাইট X এ এই ভিডিয়োতে একজন কমেন্ট করেছেন, ‘ওকে কে মোটিভেট করবে? মোটিভেশনের বেশি প্রয়োজন ওর।’ দল ভালো পারফর্ম করতে না পারলে কোথাও না কোথাও বাড়তি দায় থাকে অধিনায়কের কাঁধে। তাই সমালোচনাও তাঁকেই বেশি শুনতে হয়। এ বার দেখার এই সকল সমালোচনার আজ কীভাবে জবাব দেয় পাকিস্তান।
usko khud ko motivate kaun karega …..usko jyada zarurat hai
— kishor (@kishor65573766) October 27, 2023