দ্বিশতরান করে অভিষেক টেস্টে ইতিহাস কাইল মেয়ার্সের

অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি ক্যারিবিয়ান ব্যাটসম্যান কাইল মায়ার্সের।

দ্বিশতরান করে অভিষেক টেস্টে ইতিহাস কাইল মেয়ার্সের
ছেলে মেয়ার্সের জন্য সারারাত ঘুমোননি বাবা ক্লার্ক।ছবি-টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Feb 07, 2021 | 6:35 PM

ঢাকা: অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি। ইতিহাস গড়লেন ওয়েস্ট ইন্ডিজের বাঁ হাতি ব্যাটসম্যান কাইল মেয়ার্স (Kyle Mayers)। বাংলাদেশের বিরুদ্ধে ৩৯৫ রান তাড়া করে জিতল ক্যারিবিয়ানরা। ঢাকায় ৩ উইকেটে রুদ্ধশ্বাস জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। টেস্টে ক্রিকেটে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয়ের তালিকায় পাঁচ নম্বরে ক্যারিবিয়ানদের এই রান চেস।

জেসন হোল্ডার, কায়রন পোলার্ডের মতো ক্রিকেটার এই সফরে আসেননি। তাঁদের ছাড়াই প্রথম টেস্টে জয় তুলে নিল ক্যারিবিয়ানরা। ২৮ বছর বয়সী কাইল মেয়ার্স ২১০ রানের অপরাজিত ইনিংস খেলে দুরন্ত জয় এনে দেন দলকে। ২০টি চার ও ৭ টি ছক্কা দিয়ে ইনিংস সাজিয়েছিলেন মেয়ার্স।

কাইলের কীর্তি দেখে টুইট করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। টুইটে লেখেন, “অবিশ্বাস্য ওয়েস্ট ইন্ডিজ। অভিষেকে মেয়ার্সের ২১০ রান বেশ নজরকাড়া। ৩৯৫ এর মতো বড় রান তাড়া করে, বাংলাদেশকে তাদের ঘরের মাঠে হারানো দারুন কৃতিত্ব। মনে হচ্ছে এটা এমন একটা বছর যেখানে বাইরের দল আধিপত্য বিস্তার করবে।”

টেস্টে চতুর্থ ইনিংসে অভিষেককারী দলের হয়ে ডাবল সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার হলেন কাইল মেয়ার্স। টেস্ট ক্রিকেটের ইতিহাসে, অভিষেকে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান করা ক্রিকেটার এখন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যানই।

আরও পড়ুন: ফের নব্বইয়ের গেরোয় পন্থ