Fargana Hoque: মেহরাবের সঙ্গে বাংলাদেশের রেকর্ড-বুকে ফরজানা
India vs Bangladesh, Women's Cricket: বাংলাদেশ ক্রিকেটে যেন ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে। সতীর্থরা মনে করতেন, ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরি করার দক্ষতা রয়েছে পিঙ্কির। এবং দেরিতে হলেও সেটাই হল।

মেহরাব হোসেন অপি। বিশ্ব ক্রিকেটে তাঁকে সকলেই মনে রেখেছেন, তা নয়। তবে বাংলাদেশ ক্রিকেট তাঁর নাম কোনও মতেই ভুলবে না। ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ন মেহরাব হোসেন। ১৯৯৯ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরি করে বাংলাদেশের রেকর্ড বুকে নাম লিখিয়েছিলেন। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর খেলার সুযোগ হয়েছিল মাত্র ৫টা বছর। কেরিয়ারে মাত্র একটি সেঞ্চুরি, আর সেটিই রেকর্ড। মেয়েদের ক্রিকেটে সদ্য এই মাইলফলকে পৌঁছেছেন ফরজানা হক পিঙ্কি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ শেষ হল বাংলাদেশের। টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ভারত। ওয়ান ডে সিরিজে প্রথম দু-ম্যাচের পর ১-১ ছিল। সিরিজ নির্ণায়ক তৃতীয় ম্যাচে চূড়ান্ত নাটক। ম্যাচটি টাই হয়। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় আর সুপার ওভার করা যায়নি। যুগ্মবিজয়ী ঘোষণা করা হয়। সিরিজ শেষে নানা বিতর্ক থাকলেও আলাদা করে প্রশংসা প্রাপ্য ফরজানা হক পিঙ্কির। মেয়েদের ক্রিকেটে টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সেঞ্চুরিয়ন হয়েছিলেন ফরজানা। ওয়ান ডে-তে প্রথম। এর আগে ওয়ান ডে-তে বাংলাদেশের দুই ব্যাটার ৭৫ অবধি পৌঁছেছিলেন।
বাংলাদেশ ক্রিকেটে যেন ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে। সতীর্থরা মনে করতেন, ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরি করার দক্ষতা রয়েছে পিঙ্কির। এবং দেরিতে হলেও সেটাই হল। সিরিজ সেরা হয়ে খোলসা করলেন ফরজানা নিজেই। বলেন, ‘সতীর্থরা সব সময় বলত, যদি কেউ সেঞ্চুরি করে, সেটা পিঙ্কিই। শতরানের চেয়েও টিমের দিকেই নজর ছিল। ব্যাট করতে ভালোবাসি, সেটাই করে গিয়েছি।’ ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে ফরজানার অভিষেক হয়েছে সেই ২০১১ সালে। এতগুলো বছর কাটিয়ে দেওয়ার পর যেন কেরিয়ারের সেরা প্রাপ্তি এই সেঞ্চুরির রেকর্ড।
