IND vs BAN Preview: সিরিজ নিশ্চিত, ওয়েটিং লিস্ট থেকে খেলার অপেক্ষায় তিন!

Oct 12, 2024 | 2:00 AM

India vs Bangladesh 3rd T20I: সেরার খেতাব মেলেনি। এ বার তাই অনেক অঙ্ক কষে এগনোর চেষ্টা। তবে টি-টোয়েন্টিতে আপাতত লক্ষ্য ২০২৬ বিশ্বকাপের টিম সেট-আপ করা। আর সে কারণেই মনে করা হচ্ছে, হায়দরাবাদে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে কম্বিনেশনে বদল হতে পারে।

IND vs BAN Preview: সিরিজ নিশ্চিত, ওয়েটিং লিস্ট থেকে খেলার অপেক্ষায় তিন!
Image Credit source: PTI

Follow Us

বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ জয়। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও নিশ্চিত করেছে ভারত। তৃতীয় টি-টোয়েন্টিতেও নজরে ভারতের কম্বিনেশন। টেস্ট সিরিজে দু-ম্যাচেই একাদশ অপরিবর্তিত রেখেছিলেন গৌতম গম্ভীর, রোহিত শর্মারা। কোচ গম্ভীর ও টি-টোয়েন্টি ক্যাপ্টেন সূর্যকুমার যাদবও একই পথে হাঁটবেন কিনা, সেটাই প্রশ্ন। যদিও টেস্টে ভারত পরীক্ষার পথে হাঁটতে চায়নি। তার কারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আপাতত ফাইনালে ওঠার লক্ষ্য। গত দুই সংস্করণেই ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু সেরার খেতাব মেলেনি। এ বার তাই অনেক অঙ্ক কষে এগনোর চেষ্টা। তবে টি-টোয়েন্টিতে আপাতত লক্ষ্য ২০২৬ বিশ্বকাপের টিম সেট-আপ করা। আর সে কারণেই মনে করা হচ্ছে, হায়দরাবাদে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে কম্বিনেশনে বদল হতে পারে।

প্রথম দুই টি-টোয়েন্টিতে দাপটের সঙ্গে জিতেছে ভারত। প্রথম ম্যাচে ৭ উইকেটের বিশাল ব্যবধানে জয়, দ্বিতীয় ম্যাচে ৮৭ রানের। টপ অর্ডার ব্যর্থ হলে সামলে দিয়েছে মিডল অর্ডার। আবার টপ অর্ডারের সাফল্যে মিডল অর্ডারের ব্যাটিংয়ের সুযোগই হয়নি। প্রথম ম্যাচে পেসাররা দুর্দান্ত পারফর্ম করেছেন, সঙ্গ দিয়েছেন স্পিনাররা। দ্বিতীয় ম্যাচেও বোলিংয়ে নিখুঁত পারফরম্যান্স। আর ফিল্ডিং এখনও অবধি দুর্দান্ত। সব কিছুই ভারতের পক্ষে ঠিকই যাচ্ছে। এ বার নজরে রিজার্ভ বেঞ্চকে সুযোগ দেওয়া।

প্রথম বার জাতীয় দলে ডাক পাওয়া মায়াঙ্ক যাদব এবং নীতীশ রেড্ডির অভিষেক হয়েছে গোয়ালিয়রে। গত ম্যাচেও একাদশে জায়গা ধরে রেখেছিলেন দু-জনেই। জিম্বাবোয়ে সফরে প্রথম বার স্কোয়াডে এসেছিলেন তরুণ পেসার হর্ষিত রানা। শ্রীলঙ্কা সফরে দুই ফরম্যাটেই স্কোয়াডে ছিলেন। কিন্তু সুযোগ হয়নি একাদশে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দু-ম্যাচে বেঞ্চে ছিলেন। সহকারী কোচ রায়ান টেন দুশখাতে যা ইঙ্গিত দিয়েছেন, তাতে এই ম্যাচে অভিষেক হতে পারে হর্ষিতের। সেক্ষেত্রে বিশ্রাম দেওয়া হতে পারে মায়াঙ্ককে। শুধু তাই নয়, জীতেশ শর্মা, তিলক ভার্মা, রবি বিষ্ণোইদেরও একাদশে সুযোগ মিলতে পারে।

এই খবরটিও পড়ুন

বাংলাদেশ শিবিরে নজরে থাকবে মাহমুদুল্লাহ রিয়াধের দিকে। দেশের জার্সিতে কেরিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলতে চলেছেন। গত ম্যাচে দল বিশাল ব্যবধানে হারলেও অভিজ্ঞ এই ব্যাটারের ব্যক্তিগত পারফরম্যান্স ভালো ছিল। আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের ইতিটা স্মরণীয় করেই রাখতে চাইবেন।

ভারত বনাম বাংলাদেশ, সন্ধে ৭টা, স্পোর্টস ১৮ ও জিও সিনেমায় সম্প্রচার

Next Article