Bangladesh vs New Zealand: দুই ভারপ্রাপ্ত অধিনায়ক, বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড
Cricket World Cup 2023: অবসর নাটকের পর বিশ্বকাপের আগে দলে ফিরেছেন তামিম ইকবাল। এই সিরিজে বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিতে পারবেন। তাঁর ফিটনেসেরও পরীক্ষা। তেমনই বিশ্বকাপের মহড়া মাহমুদুল্লা রিয়াধ, সৌম্য সরকারদের কাছেও। এশিয়া কাপে জ্বরে কাঁবু ছিলেন লিটন দাস। সুপার ফোর পর্বে তাঁকে পাওয়া গেলেও ভালো পারফর্ম করতে পারেননি। এই সিরিজে নেতৃত্বের পাশাপাশি লিটনের পারফরম্যান্সেও বাড়তি নজর থাকবে।
মিরপুর: ভারতের মাটিতে বিশ্বকাপ। উপমহাদেশের পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সম্প্রতি ইংল্যান্ডে টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজ খেলেছে তারা। ইংল্যান্ড সফরে চাপ আরও বেড়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে ফিল্ডিংয়ে আঙুলে গুরুতর চোট লাগে কিউয়ি পেসার টিম সাউদির। অস্ত্রোপচার করাতে হবে। যার ফলে ভারতের মাটিতে বিশ্বকাপেই অনিশ্চিত হয়ে পড়েছেন। বাংলাদেশও বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে। বিশ্বকাপ প্রস্তুতির সিরিজে দু-দলেই ভারপ্রাপ্ত অধিনায়ক। বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস। নিউজিল্যান্ডের নেতৃত্বে লকি ফার্গুসন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সদ্য এশিয়া কাপে খেলেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে মাত্র এক ম্যাচ জিতে সুপার ফোরে জায়গা করে নিয়েছিল তারা। সুপার ফোরে প্রথম দু-ম্যাচে হেরে ব্যাকফুটে। শেষ ম্যাচে সান্ত্বনার জয়। তবে নিয়মরক্ষার ম্যাচ হলেও ভারতের বিরুদ্ধে জেতায় অনেকটা আত্মবিশ্বাসী বাংলাদেশ শিবির। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কাজে লাগবে সেই আত্মবিশ্বাস। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শরিফুল ইসলামদের।
অবসর নাটকের পর বিশ্বকাপের আগে দলে ফিরেছেন তামিম ইকবাল। এই সিরিজে প্রস্তুতি সেরে নিতে পারবেন। তেমনই বিশ্বকাপের মহড়া মাহমুদুল্লা রিয়াধ, সৌম্য সরকারদের কাছেও। এশিয়া কাপে জ্বরে কাঁবু ছিলেন লিটন দাস। সুপার ফোর পর্বে তাঁকে পাওয়া গেলেও ভালো পারফর্ম করতে পারেননি। এই সিরিজে নেতৃত্বের পাশাপাশি লিটনের পারফরম্যান্সেও বাড়তি নজর থাকবে।
নিউজিল্যান্ড শিবির এই সিরিজকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিশ্বকাপের জন্যই। বাংলাদেশের পিচ-পরিস্থিতিতে ভালো পারফর্ম করলে ভারতে বিশ্বকাপের জন্য বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যাবে। ইংল্যান্ড সফরে অনবদ্য ছন্দে ছিলেন বাঁ হাতি পেসার ট্রেন্ট বোল্ট। এখানকার পিচে কতটা কার্যকর ভূমিকা নিতে পারেন, সেটাই দেখার।
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, প্রথম ওডিআই, দুপুর ১.৩০