Bangladesh Cricket: নজির সাকিবের, আইরিশদের বিরুদ্ধে বাংলাদেশের রেকর্ড জয়
Shakib Al Hasan Record: আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান।
ঢাকা: সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিরাট জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ (Bangladesh)। দেশের মাঠে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ১৮৩ রানের বিশাল ব্যবধানে জিতেছে টাইগাররা। দলের জয়ের দিন ব্যক্তিগত রেকর্ডও গড়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান (Shakib Al Hasan)। আইরিশদের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিওডিআই (ODI) সিরিজে আপাতত ১-০ এগিয়ে রয়েছে বাংলাদেশ। কীভাবে এল রেকর্ড জয় আর কোন নজির গড়েছেন সাকিব? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
টসে জিতে সিলেটে প্রথম ওডিআইতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আয়ার্ল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নি। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩৩৮ রান তোলে বাংলাদেশ। এটি ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের করা সর্বাধিক করা রান। এর আগে ২০১৯ সালের বিশ্বকাপে নটিংহ্যামে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৮১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেটে ৩৩৩ রান তুলেছিল। এ বার সেই রানও ছাপিয়ে গেল টাইগাররা। ব্যাটারদের সুবাদে স্কোরবোর্ডে ৩৩৮ রান তোলে বাংলাদেশ। চতুর্থ উইকেটে সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়ের জমাট জুটিতে ওঠে ১৩৫ রান। ওডিআই অভিষেক ম্যাচে নেমেই নজর কেড়েছেন হৃদয়। মাত্র ৮ রানের জন্য় ডেবিউ ম্যাচে শতরানে পূর্ণ হয়নি হৃদয়ের। সে যন্ত্রণা থাকলেও, দলের বিরাট জয়ে সেই ক্ষতে খানিক প্রলেপ লেগেছে।
বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আইরিশদের বিরুদ্ধে ৮৯ বলে ৯৩ করেন। এই ইনিংস গড়ার পথে সাকিবের ব্যাটে এসেছিল ৯টি চার। ওডিআই ক্রিকেটে ৭ হাজার রান পূর্ণ করে ফেলেছেন সাকিব। তার আগে বাংলাদেশের হয়ে এই রেকর্ড গড়েছেন তামিম ইকবাল। আইরিশদের বিরুদ্ধে নামার আগে ওডিআই ক্রিকেটে ৭ হাজার রান থেকে ২৪ রান দূরে ছিলেন সাকিব। একইসঙ্গে ওডিআই ক্রিকেটে ৭ হাজার রান করার পাশাপাশি ৩০০-র বেশি উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার হয়েছেন সাকিব। বাংলাদেশের হয়ে ওডিআই ফর্ম্যাটে তামিম ইকবালের পর দ্বিতীয় সর্বাধিক রান এখন রয়েছে সাকিবের নামের পাশে।
৩৩৯ রানের টার্গেট তাড়া করতে নেমে আয়ার্ল্যান্ডের ওপেনিং জুটিতে ওঠে ৬০ রান। পল স্টার্লিং ও স্টিফেন ডিলানি জুটি ছাড়া সেই অর্থে দাগ কাটতে পারেননি বাকি ক্রিকেটাররা। আয়ার্ল্যান্ডের হয়ে সর্বাধিক রান করেন জর্জ ডকরেল (৪৫)। দ্বিতীয় সর্বাধিক রান স্টিফেন ডিলানির (৩৪)। ৩০.৫ ওভারের মাথায় ১৫৫ রান তুলে অলআউট হয়ে যায় আয়ার্ল্যান্ড। যার ফলে ১৮৩ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ।