AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারতীয় ফ্যানদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বাংলাদেশি সমর্থকের

Bangladesh Fan: ভারতের সামনে সাকিবহীন বাংলাদেশকে বেশ দুর্বলই দেখাচ্ছিল। ৫১ বল বাকি থাকতেই ৭ উইকেটে টাইহারদের হারিয়ে দেন রোহিত-বিরাটরা। এরপরই সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিয়ো। শোয়েব আলি নামে এক বাংলাদেশি সমর্থকের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। যেখানে দেখা যাচ্ছে, ভারতের জার্সি গায়ে একজন লোক বাংলাদেশের সমর্থনে নিয়ে আসা একটি পুতুল বাঘ থেকে তুলো ছিঁড়ে বের করছেন।

ভারতীয় ফ্যানদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বাংলাদেশি সমর্থকের
বাংলাদেশ সমর্থকImage Credit: AFP
| Edited By: | Updated on: Oct 22, 2023 | 4:49 PM
Share

পুনে: জয় দিয়ে বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) শুরুটা হলেও সে ভাবে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি বাংলাদেশে। গত ১৯ অক্টোবর ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ।  অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই বিরাট কোহলিদের মুখোমুখি হয় টাইগাররা। এই ম্যাচে বাংলাদেশকে হেলায় হারিয়েছে রোহিত শর্মার দল। এই ভারত-বাংলাদেশ ম্যাচ চলাকালীন একদল ভারতীয় ফ্যানের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছেন শোয়েব আলি নামে এক বাংলাদেশি সমর্থক। কী অভিযোগ আনছেন তিনি? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতের সামনে সাকিবহীন বাংলাদেশকে বেশ দুর্বলই দেখাচ্ছিল। ৫১ বল বাকি থাকতেই ৭ উইকেটে টাইহারদের হারিয়ে দেন রোহিত-বিরাটরা। এরপরই সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিয়ো। শোয়েব আলি নামে এক বাংলাদেশি সমর্থকের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। যেখানে দেখা যাচ্ছে, ভারতের জার্সি গায়ে একজন লোক বাংলাদেশের সমর্থনে নিয়ে আসা একটি পুতুল বাঘ থেকে তুলো ছিঁড়ে বের করছেন। বাঘটিকে আছাড় মারতেও দেখা গিয়েছে। ভারতের জার্সি পরে পাশে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। তাঁকে হাসতে দেখা যায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি TV9 Bangla।

এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওই টাইগার সমর্থক লেখেন, “ভারতীয় বন্ধুদের প্রতি আমার গভীর ভালোবাসা রয়েছে। কিন্তু এই আচরণে আমার বুকটা ফেটে যাচ্ছে। খেলায় হার-জিত থাকবে। কিন্তু এই ধরনের কাজ করবেন না। ক্রিকেট ভদ্রলোকের খেলা। তাই ভদ্র ভাবে খেলা দেখুন।” ভারত থেকে বরাবর ভালোবাসা পেয়েছেন শোয়েব। ভারত-বাংলাদেশ ম্য়াচের আগে যখন নেট অনুশীলনে ব্য়স্ত বিরাট কোহলিরা। তখন স্টেডিয়ামের বাইরেই ছিলেন শোয়েব। গেটের সামনে একটা গাড়ি এসে দাঁড়াতেই তার দিকে ছুটে যান। গাড়িতে ছিলেন রোহিত শর্মা। গাড়ির কাচ নামিয়ে রোহিত তাঁকে দেখে বলেন, ‘তুমি এখানেও চলে এসেছ!’

সম্প্রতি সংবাদ মাধ্যমে এ কথা জানিয়েছেন শোয়েব। ভারতের অধিনায়কের থেকে এই ধরনের ব্যবহার পেয়ে পরের দিন স্টেডিয়ামের ঘটনা যেন মেলাতে পারছেন না টাইগার ফ্যান। সেই সঙ্গে তিনি এও জানান, অনেক ভারতীয় সমর্থকরাও বাংলাদেশে যান, কিন্তু তাঁরা কখনও বলতে পারবেন না সেখানে তাঁদের কখনও অপমানিত হতে হয়েছে। সামাজিক মাধ্যেমে অনেক ভারতীয় সমর্থকরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।