ICC CT 2025: পাকিস্তানের কিংবদন্তি বাছলেন চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ, নেই তাঁর দেশেরই কেউ!

Mar 13, 2025 | 12:02 AM

ICC Men's Champions Trophy 2025: আইসিসির বেছে নেওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে জায়গা হয়নি রোহিত শর্মার। দ্বাদশ ব্যক্তি হিসেবে রয়েছেন ভারতের অলরাউন্ডার অক্ষর প্যাটেল। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ বেছে নিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার। তাঁর দেশের ক্রিকেটারই ঠাঁই পাননি সেই একাদশে।

ICC CT 2025: পাকিস্তানের কিংবদন্তি বাছলেন চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ, নেই তাঁর দেশেরই কেউ!
Image Credit source: PTI FILE

Follow Us

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। রেকর্ড তৃতীয় বার ভারতের দখলে এই ট্রফি। টুর্নামেন্টে সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। প্রত্যেকেই অবদান রেখেছেন এই জয়ে। ক্যাপ্টেন রোহিত শর্মা গ্রুপ পর্বে সেই অর্থে বড় ইনিংস খেলতে পারেননি। ফাইনালের মঞ্চে তাঁর অনবদ্য ইনিংস। সেরার পুরস্কারও জিতে নেন ফাইনালে। যদিও আইসিসির বেছে নেওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে জায়গা হয়নি রোহিত শর্মার। দ্বাদশ ব্যক্তি হিসেবে রয়েছেন ভারতের অলরাউন্ডার অক্ষর প্যাটেল। এ বার চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ বেছে নিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার। তাঁর দেশের ক্রিকেটারই ঠাঁই পাননি সেই একাদশে।

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বসিত আলি তাঁর সেরা একাদশের ক্যাপ্টেন করেছেন রোহিত শর্মাকেই। সেখানে জায়গা হয়নি পাকিস্তানের কোনও ক্রিকেটারের। টুর্নামেন্টের আয়োজক ছিল পাকিস্তান। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারে তারা। এরপর ভারতের কাছে হারে বিদায় নিশ্চিত হয়ে যায়। গ্রুপের শেষ নিয়মরক্ষার ম্যাচটি বৃষ্টির কারণে খেলতে হয়নি পাকিস্তানকে। আয়োজকদের গ্রুপ পর্বেই বিদায়। হতাশার পারফরম্যান্স।

বসিত আলি যে একাদশ গড়েছেন তা হল- রোহিত শর্মা (ক্যাপ্টেন), রাচিন রবীন্দ্র, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, গ্লেন ফিলিপস, আজমতুল্লা ওমরজাই, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, মহম্মদ সামি, বরুণ চক্রবর্তী। আইসিসির মতো তিনিও অক্ষর প্যাটেলকে দ্বাদশ ব্যক্তি হিসেবে রেখেছেন। রোহিত শর্মা সহ ভারতের মোট ৬ ক্রিকেটার রয়েছেন সেরা একাদশে। আফগানিস্তানের ওমরজাই। আর বাকি সকলেই রানার্স নিউজিল্যান্ডের প্লেয়ার।