WPL 2023: বিসিসিআইয়ের চমক, মেয়েদের আইপিএলের নিলামে হাতুড়ি হাতে মহিলা সঞ্চালক!
Female Auctioneer:
মুম্বই: হিউ এডমিডেস, রিচার্ড ম্যাডলি বা চারু শর্মা নন। প্রথম মহিলা আইপিএলের (WPL 2023) নিলামে হাতুড়ি হাতে সঞ্চালনায় থাকবেন এক মহিলা। হ্যাঁ, এমনই অভিনব পদক্ষেপ নিয়েছে বিসিসিআই (BCCI)। মেয়েদের উদ্বোধনী আইপিএলকে যতটা সম্ভব আকর্ষণীয় করে তোলার চেষ্টা চালাচ্ছে বিসিসিআই। রেকর্ড অর্থে বিক্রি হয়েছে সম্প্রচার সত্ত্ব। রেকর্ড অর্থের বিনিময়ে পাঁচ শহরে পাঁচটি দল কেনা হয়েছে। এ বার নিলামেও থাকছে চমক। পুরুষদের আইপিএলের নিলামের মঞ্চে হিউ এডমিডেসকে দেখে এসেছেন ক্রিকেট সমর্থকরা। তিনি অসুস্থ হয়ে পড়ায় কোনও প্রস্তুতি ছাড়াই সুষ্ঠভাবে নিলাম করে চমকে দিয়েছিলেন চারু শর্মা। মহিলাদের ক্ষেত্রে পুরোপুরি বদলে যাবে দৃশ্য। হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, এলিস পেরিদের আইপিএল নিলামের (WPL Auction) জন্য বিসিসিআই কাকে বেছে নিয়েছেন? জেনে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।
২০২৩ মহিলা আইপিএলের নিলামের নিয়ম অনুযায়ী, ৫টি ফ্র্যাঞ্চাইজিকে মহিলা অকশনার নিয়োগ করার কথা জানিয়েছে বিসিসিআই। ভারতের ক্রিকেট বোর্ড নিলামের গুরুদায়িত্ব তুলে দিয়েছে মল্লিকা আডবানিকে। কে এই মল্লিকা আডবানি? মুম্বই নিবাসী মল্লিকা হলে মডার্ন অ্যান্ড কনটেম্পোরারি ইন্ডিয়ান আর্টের কনসালট্যান্ট। একইসঙ্গে আর্ট ইন্ডিয়া কনসালট্যান্ট ফার্মের পার্টনার। আগামী সোমবার অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি মেয়েদের আইপিএলের নিলাম। যেখানে সবার নজর থাকবে মল্লিকার উপর।
মেয়েদের প্রিমিয়র লিগের নিলামের জন্য কিছু নিয়মাবলীও বেঁধে দিয়েছে বিসিসিআই। প্রত্যেক দলকে সর্বনিম্ন ৯ কোটি টাকা খরচ করে নূন্যতম ১৫ জন ক্রিকেটার দলে রাখতে হবে। প্রত্যেক দলের কাছে প্লেয়ার কেনার জন্য ১২ কোটি টাকা করে থাকবে এবং প্রত্যেক দল সর্বোচ্চ ছয়জন বিদেশি ক্রিকেটার দলে রাখতে পারবে। সর্বমোট ৪০৯ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে যার মধ্যে ২৪৬ জন ভারতীয় এবং ১৬৩জন বিদেশি ক্রিকেটার। যাঁদের মধ্যে আটজন প্লেয়ার থাকবেন আইসিসি সহযোগী সদস্য দেশগুলি থেকে। প্লেয়ারদের বিশেষ ৭টি ভাগে ভাগ করে নিলামে তোলা হবে। এই বিভাগগুলি হলো – মার্কি প্লেয়ার, ব্যাটার, অলরাউন্ডার, উইকেটকিপার, ফাস্ট বোলার, স্পিন বোলার এবং উদীয়মান প্লেয়ার।
নিলামে ওঠা ক্রিকেটার ৫টি মূল্যে ভাগ করা হয়েছে। এগুলি হল ৫০ লাখ, ৪০ লাখ, ৩০ লাখ, ২০ লাখ এবং ১০ লাখ। ২৪ জন প্লেয়ারকে সর্বোচ্চ বেস প্রাইসে রাখা হবে । হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, এলিস পেরি, সোফি এসেলস্টনে, সোফি ডিভাইন এবং ডিয়ান্ড্রা ডটিনরা হলেন সেই প্লেয়াররা যারা সর্বোচ্চ বেস প্রাইসের তালিকায় থাকবেন। এই নিলামে ৩০জন ক্রিকেটার ৪০ লাখ টাকা বেস প্রাইস রেখে নিজেদের নাম নথিভুক্ত করেছেন।
১৩ই ফেব্রুয়ারি মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে দুপুর ২:৩০ মিনিটে শুরু হবে। বিসিসিআইয়ের পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজিগুলিকে মূল নিলামের আগে একটি ‘ প্রি অকশান ব্রিফিং ‘ দেওয়া হবে বলে জানা গিয়েছে।