
Image Credit source: PTI FILE
ভারতীয় ক্রিকেট এখন আইপিএল মুখর। তবে আইপিএল শেষেই আন্তর্জাতিক ক্রিকেটে নজর থাকবে। চলতি বছরের জুন মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারত। তার আগেই ২০২৫-২৬ মরসুমের জন্য বার্ষিক কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছে বিসিসিআই। মোট ৩৪ জন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। জানেন কি চুক্তিভুক্ত কোন ক্যাটেগরির কোন খেলোয়াড় কত টাকা আয় করেন?
চলুন জেনে নিই কোন ক্যাটেগরিতে কে রয়েছেন, আর কার আয় কত?
- গ্রেড এ প্লাস ক্যাটেগরিতে থাকা ক্রিকেটাররা বিসিসিআই থেকে বার্ষিক ৭ কোটি টাকা করে পাবেন। এই ক্যাটেগরিতে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাডেজা।
- গ্রেড এ ক্যাটেগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন ৫ কোটি টাকা করে। এই এ ক্য়াটেগরিতে রাখা হয়েছে মহম্মদ সিরাজ, মহম্মদ সামি, লোকেশ রাহুল, শুভমন গিল, হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্থকে।
- গ্রেড বি ক্য়াটেগরিতে রয়েছেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আইয়ার। এই গ্রেড বি ক্যাটেগরিতে থাকা খেলোয়াড়রা ৩ কোটি টাকা করে পাবেন।
- গ্রেড সি ক্যাটেগরিতে থাকা খেলোয়াড়রা এক কোটি টাকা করে পেয়ে থাকেন। এই বার্ষিক চুক্তিতে রিঙ্কু সিং, তিলক ভার্মা, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, রজত পাতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতিশ কুমার রেড্ডি, ঈশান কিষাণ, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানাকে গ্রেড সি ক্যাটেগরিতে তালিকাভুক্ত করা হয়েছে।
- বিসিসিআই এই মরসুমে বার্ষিক চুক্তির তালিকায় বড় পরিবর্তন এনেছে। নতুনদের সুযোগ দেওয়ার জন্য অনেক খেলোয়াড়কেই বাদ দেওয়া হয়েছে। শার্দূল ঠাকুর, উমরান মালিক, যশ দয়াল, আবেশ খানের মতো অনেককেই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।