কলকাতা: সময় থাকতে থাকতে বিশৃঙ্খলায় রাশ টানতে চাইছে বিসিসিআই (BCCI)। পরপর দুই টেস্ট সিরিজ হারার পর ভারতীয় টিম প্রবল চাপে। চরম সমালোচনায় বিদ্ধ ভারতীয় ক্রিকেটাররা। এই পরিস্থিতিতে বদলের রাস্তায় হাঁটতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের এক নিকট সূত্র বিসিসিআইকে জানিয়েছে, ভারতীয় ক্রিকেটারদের প্রতি এ বার কড়া পদক্ষেপ নেওয়া হবে। স্ত্রী, বান্ধবীরা পুরো বিদেশ সফরে আর থাকতে পারবেন না ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে। এখানেই শেষ নয়। থাকতে আরও একঝাঁক বদল। জানেন সেগুলি কী কী?
ভারতীয় টিমে খুঁটিনাটি নানা বদল আনতে চাইছে বিসিসিআই। দলের ক্রিকেটারদের মধ্যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। ভারতীয় ক্রিকেট টিমে এতদিন তারকা পুজো হত প্রবল ভাবে। এ বার তারকা পুজো বন্ধ করার পথে হাঁটতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই প্রসঙ্গে বিসিসিআইয়ের এক সূত্র সংবাদসংস্থা এএনআইকে বলেছে, ‘ভারতীয় ক্রিকেটাররা উচ্ছৃঙ্খল। গৌতম গম্ভীর এবং এক সিনিয়র ক্রিকেটার এই পরিবারকে বিদেশ সফরে পরিবারকে নিয়ে যাওয়া নিয়ে একমত।’
এ বার থেকে ভারতের ৪৫ দিনের বিদেশ সফর হলে ১৪দিন স্ত্রী বা বান্ধবীরা ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবেন। আর ছোট সফরের ক্ষেত্রে মাত্র ৭দিন টিমের সঙ্গে এক হোটেলে থাকার সুযোগ থাকবে। টিম ইন্ডিয়ার একাধিক ক্রিকেটাররা বিদেশ সফরে নিজের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে নিয়ে যান। এ বার থেকে সেটাও চলবে না। বোর্ডের ওই সূত্র এই প্রসঙ্গে বলেছেন, ‘ক্রিকেটাররা এ বার থেকে ব্যক্তিগত স্টাফদের (শেফ, হেয়ারড্রেসার, স্টাইলিস্ট, নিরাপত্তারক্ষী) নিয়ে কোনও সফরে যেতে পারবেন না।’
শৃঙ্খলা না থাকলে একটা টিমে সাফল্য আসতে পারে না। এই তত্ত্বে বিশ্বাসী গৌতম গম্ভীর। যে কারণে যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, ঋষভ পন্থের মতো তরুণ ক্রিকেটারদের উপর যেন বিশৃঙ্খলার ছাপ যেন গেঁথে না যায়, তাই আগে ভাগেই সতর্ক হতে চাইছে বোর্ড।