AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025: IPL এর নিয়মে বড় বদল! অনুশীলনেও এ বার ‘কড়াকড়ি’ BCCI-এর

Indian Premier League: ২২ মার্চ আইপিএলের বোধন। তার আগে ১০ ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার প্রাক-মরসুম প্রস্তুতি শুরু করেছে। তবে এ বার আর ইচ্ছেমতো অনুশীলন করতে পারবেন না ১০ টিমের ক্রিকেটাররা।

IPL 2025: IPL এর নিয়মে বড় বদল! অনুশীলনেও এ বার 'কড়াকড়ি' BCCI-এর
আইপিএলে বোর্ড আনছে নয়া নিয়মImage Credit: KKR, CSK X
| Updated on: Mar 02, 2025 | 7:48 PM
Share

কলকাতা: আইপিএলে (IPL) একের পর পর এক নতুন নিয়ম এনেই চলেছে বিসিসিআই (BCCI)। টুর্নামেন্ট শুরু হতে আর ২০দিন বাকি। ২২ মার্চ আইপিএলের বোধন। তার আগে ১০ ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার প্রাক-মরসুম প্রস্তুতি শুরু করেছে। তবে এ বার আর ইচ্ছেমতো অনুশীলন করতে পারবেন না ১০ টিমের ক্রিকেটাররা। রিপোর্ট অনুযায়ী, আইপিএলের আগে ক্রিকেটারদের অনুশীলনে কড়া নিয়ম আনতে চলেছে বিসিসিআই। কী সেই নিয়ম?

আইপিএলের সময় সমস্ত ফ্র্যাঞ্চাইজি নিজেদের সুবিধামতো অনুশীলনের সময় বেছে নেয়। কেউ কেউ ওপেন নেটে প্র্যাক্টিস করেন। কেউ কেউ আবার নেটে অনুশীলন করেন। ক্রিকবাজের এক রিপোর্ট অনুযায়ী, এ বার থেকে আর ইচ্ছেমতো অনুশীলন করতে পারবে না আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা। প্রতিটি টিম মরসুম শুরু হওয়ার আগে তিন ঘণ্টা করে মোট সর্বাধিক ৭টি প্র্যাক্টিস সেশন আয়োজন করতে পারবে। তার মধ্যে ২টি অনুশীলন ফ্লাডলাইটের নীচে করা যাবে। ২টি করে ওয়ার্ম আপ ম্যাচ খেলতে পারবে দলগুলো। মরসুম শুরু হয়ে গেলে কোনও ক্রিকেটার ওপেন নেট অনুশীলন করতে পারবেন না। শুধু তাই নয়, ম্যাচ ডে প্র্যাক্টিস সেশনের সুযোগ থাকবে না। অর্থাৎ আইপিএলে ম্যাচের দিন সকালবেলায় যে অনুশীলন করা যেত, তা আর এ বার থেকে করা যাবে না।

এখানেই নিয়ম শেষ হয়ে যাচ্ছে না। ওয়ার্ম আপ ম্যাচ মূল পিচে খেলা যাবে না। তার বদলে পাশের উইকেটে খেলতে হবে। আবার সেই ম্যাট সাড়ে তিন ঘণ্টার বেশি হওয়া চলবে না। মাঠে প্র্যাক্টিস এবং ওয়ার্ম আপ ম্যাচ আয়োজনের আগে বোর্ডের থেকে লিখিত অনুমতি নিতে হবে ১০ ফ্র্যাঞ্চাইজিকে। কেন এই নতুন নিয়ম? পিচের অবস্থা যেন খারাপ না হয়, তার জন্যই একঝাঁক নতুন নিয়ম আনতে চলেছে বোর্ড।