Shreyas Iyer: দোষ কারও নয়! শ্রেয়স আইয়ারকে নিয়ে কী যুক্তি দিলেন নির্বাচক প্রধান?

Asia Cup 2025 India Full Squad: ইংল্যান্ড সফরের আগে বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পরও শ্রেয়সকে জায়গা দেওয়া হয়নি। নির্বাচকরা জানিয়েছিলেন, শ্রেয়সকে টেস্টের জন্য ভাবা হচ্ছে না। এশিয়া কাপের স্কোয়াডেও জায়গা হল না শ্রেয়স আইয়ারের।

Shreyas Iyer: দোষ কারও নয়! শ্রেয়স আইয়ারকে নিয়ে কী যুক্তি দিলেন নির্বাচক প্রধান?
Image Credit source: PTI FILE

Aug 19, 2025 | 3:18 PM

টেস্টে সুযোগ পান না শ্রেয়স আইয়ার। টি-টোয়েন্টিতেও ব্রাত্য। অথচ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করেছেন শ্রেয়স। শুধু তাই নয়, ওয়ান ডে ক্রিকেটে ভারতের অন্যতম ধারাবাহিক পারফর্মার। ইংল্যান্ড সফরের আগে বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পরও শ্রেয়সকে জায়গা দেওয়া হয়নি। নির্বাচকরা জানিয়েছিলেন, শ্রেয়সকে টেস্টের জন্য ভাবা হচ্ছে না। এশিয়া কাপের স্কোয়াডেও জায়গা হল না শ্রেয়স আইয়ারের।

এশিয়া কাপের জন্য় ১৫ সদস্যের স্কোয়াড বেছে নেওয়া হয়েছে। শুভমন গিল টি-টোয়েন্টিতে জায়গা পাবেন কি না, এই নিয়ে জোর জল্পনা ছিল। তাঁকে রাখা হল। শুধু তাই নয়, ভাইস ক্যাপ্টেনও শুভমন। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব জানান, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শ্রীলঙ্কায় প্রথম সফরেও ভাইস ক্য়াপ্টেন ছিলেন শুভমন। তেমনই নির্বাচক প্রধান অজিত আগরকরও জানান, শুভমনের মধ্যে যে দক্ষতা রয়েছে, এড়িয়ে যাওয়া যায় না।

নির্বাচক প্রধান অজি আগরকর বলেন, ‘ইংল্যান্ডে প্রত্যাশার বাইরে পারফর্ম করেছে শুভমন গিল। ক্য়াপ্টেন্সি ভালো। ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছে। বেশ কিছু সিরিজেই ভাইস ক্যাপ্টেন ছিল। অভিষেক শর্মা যেভাবে খেলছে, যশস্বীর জন্য দুর্ভাগ্য়জনক হলেও জায়গা দেওয়া যাচ্ছে না। অভিষেক বোলিংটাও করতে পারে। ক্যাপ্টেনের জন্য সেটাও প্রয়োজনীয়।’

শ্রেয়স আইয়ার প্রসঙ্গে অজিত আগরকর বলেন, ‘এখানে ওর কোনও দোষ নেই। কাকে বাদ দিয়ে শ্রেয়সকে রাখব? এই মুহূর্তে ওকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।’ নির্বাচক প্রধানের কথায় যুক্তি থাকলেও আক্ষেপ কম। শ্রেয়সকে না রাখার কারণ অবশ্য অজানাই। তাঁকে আপাতত শুধু ওয়ান ডে ক্রিকেটেই দেখা যাবে, এটুকু যেন পরিষ্কার।

ভারতের স্কোয়াড-সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), শুভমন গিল (ভাইস ক্যাপ্টেন), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জীতেশ শর্মা, জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হর্ষিত রানা