AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mayank Yadav: মাঠের বাইরে আবার দিন কাটবে মায়াঙ্কের! ভারতের তরুণ পেসারকে নিয়ে বড় আপডেট

Mayank Yadav Injury Update: দিল্লির তরুণ বোলার মায়াঙ্ক যাদব যে প্রতিভাবান, তা নিয়ে কারও সেই অর্থে সন্দেহ নেই। কিন্তু তিনি যে চোটপ্রবণ, তা নিয়ে এর মধ্যেই ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে।

Mayank Yadav: মাঠের বাইরে আবার দিন কাটবে মায়াঙ্কের! ভারতের তরুণ পেসারকে নিয়ে বড় আপডেট
| Updated on: Oct 28, 2024 | 4:27 PM
Share

কলকাতা: টিম ইন্ডিয়ার নয়া পেস সেনসেশন মায়াঙ্ক যাদব (Mayank Yadav) কেমন আছেন? এই প্রশ্ন এখন উঁকি দিচ্ছে তাঁর অনুরাগীদের মনে। দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে কয়েকদিন আগে তাঁর অভিষেক হয়েছিল। এ বছরের আইপিএলে তিনি লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে গতির ঝড় তুলেছিলেন। তারপর থেকেই তাঁকে ভারতের নীল জার্সিতে দেখতে চাইছিলেন ক্রিকেট প্রেমীরা। কিন্তু দেশের হয়ে একটা টি-২০ সিরিজ খেলার পরই চোটের কারণে আসন্ন প্রোটিয়া সফরে (India Tour of South Africa) যাওয়া হচ্ছে না তাঁর। এ বার বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, পিঠের চোটের কারণে আগামী বেশ কিছুদিন মাঠের বাইরে কাটবে মায়াঙ্ক যাদবের। আর কী বললেন বোর্ডের ওই কর্তা?

দিল্লির তরুণ বোলার মায়াঙ্ক যাদব যে প্রতিভাবান, তা নিয়ে কারও সেই অর্থে সন্দেহ নেই। কিন্তু তিনি যে চোটপ্রবণ, তা নিয়ে এর মধ্যেই ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে। বিসিসিআইয়ের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘ওর পিঠে কিছু সমস্যা রয়েছে বলে মনে হচ্ছে। স্ট্রেস ফ্র্যাকচারের ক্ষেত্রেও এমনটা হতে পারে। এনসিএ থেকে আগের প্রেসক্রিপশন অনুযায়ী, ও চতুর্থ বা পঞ্চম রাউন্ড থেকে রঞ্জি ট্রফিতে খেলতে পারত। কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। ওকে আবার বেশ কিছু সময়ের জন্য বাইরে থাকতে হবে।’

এর আগে মায়াঙ্কের ব্যক্তিগত কোচ দেবেন্দ্র শর্মা জানিয়েছিলেন, তাঁর মনে হয় ভারতীয় পেসারের এই চোটটা নতুন নয়। এবং আগামী বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের মধ্যে হয়তো ফিট হয়ে উঠতে পারেন মায়াঙ্ক। তিনি বলেন, ‘এটা মায়াঙ্কের নতুন চোট বলে মনে হয় না। কিন্তু ওকে না খেলার পরামর্শ দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ওকে টিমে ফিরে পেতে চাইছে।’ আগামী বছরের ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ড ওডিআই সিরিজ। সেই সময় অবধি যদি মায়াঙ্ক মাঠের বাইরে থাকেন, তার মানে প্রায় ৩ মাস তাঁকে অ্যাকশনে দেখা যাবে না।