Asia Cup: আইপিএল ফাইনালের পর চূড়ান্ত হবে এশিয়া কাপের ভেনু
Asia Cup Venue: এ বারের এশিয়া কাপ খেলতে ভারতে পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় পিসিবি চেয়ারম্যান নাজম শেঠী একটি হাইব্রিড মডেলের প্রস্তাব রেখেছিলেন। তাতে ভারত তাদের ম্যাচগুলি খেলবে নিরপেক্ষ স্টেডিয়ামে আর বাকি দলগুলোর খেলা হবে পাকিস্তানে। যদিও ভারতের দাবি পুরো টুর্নামেন্টই নিরপেক্ষ ভেনুতে হোক।
নয়াদিল্লি : এ বছরের এশিয়া কাপ (Asia Cup) কোথায় অনুষ্ঠিত হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সংবাদসংস্থা পিটিআইকে বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah) জানিয়েছেন, আইপিএল ফাইনালের (IPL Final) পর এশিয়া কাপের ভেনু চূড়ান্ত হবে। আসলে এ বারের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব ছিল পাকিস্তানের উপর। কিন্তু ভারত শুরু থেকেই পাকিস্তানে খেলতে যেতে রাজি ছিল না। আসলে নিরাপত্তার কারণে পাকিস্তানে খেলতে যেতে রাজি হয়নি ভারত। এশিয়া কাপের ভেনু অন্য হোক, এমনটাই জানিয়েছিলেন বিসিসিআই সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট। এরপর ভারতের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায়, পাকিস্তান চলতি বছরের ওডিআই বিশ্বকাপে খেলতে আসবে না বলে জানিয়েছিল। এ বার জয় শাহ জানিয়েছেন, আইপিএল ফাইনালের পর এশিয়া কাপের ভেনু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ২৮ মে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে এ বারের আইপিএলের ফাইনাল। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ১৬তম আইপিএলের প্রথম ফাইনালিস্ট। আজ, শুক্রবার রয়েছে কোয়ালিফায়ার ২। এই ম্যাচে মুখোমুখি হবে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে যে দল জিতবে তারা ধোনির দলের বিরুদ্ধে আইপিএলের ফাইনালে খেলবে। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সংবাদসংস্থা পিটিআইকে জয় শাহ বলেন, ‘এখনও এশিয়া কাপ আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা আইপিএল নিয়ে ব্যস্তষ শ্রীলঙ্কা ক্রিকেট (SLC), বাংলাদেশ (BCB) ও আফগানিস্তান (ACB) ক্রিকেট বোর্ডের কর্তারা আইপিএল ফাইনাল দেখতে আসবেন। আমরা এরপর একটি আলোচনা করব। তারপরই একটি সিদ্ধান্তে পৌঁছব।’
এ বারের এশিয়া কাপ খেলতে ভারতে পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় পিসিবি চেয়ারম্যান নাজম শেঠী একটি হাইব্রিড মডেলের প্রস্তাব রেখেছিলেন। তাতে ভারত তাদের ম্যাচগুলি খেলবে নিরপেক্ষ স্টেডিয়ামে আর বাকি দলগুলোর খেলা হবে পাকিস্তানে। যদিও ভারতের দাবি পুরো টুর্নামেন্টই নিরপেক্ষ ভেনুতে হোক। একাধিক বার এশিয়া কাপের ভেনু নিয়ে আলোচনা হয়েছে। ফল মেলেনি। এ বার দেখার আসলে এশিয়া কাপের ভেনু কী হয়। চলতি বছরের ১-১৭ সেপ্টেম্বর এশিয়া কাপ হওয়ার কথা।