Virat Kohli-Rohit Sharma: বিরাট-রোহিতের ODI ভবিষ্যৎ নিয়ে জল্পনা, দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই কি বড় সিদ্ধান্ত নেবে বিসিসিআই?

টিম ইন্ডিয়ার বড় টার্গেট ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ। তার জন্য বোর্ড এখন থেকেই টিমটাকে ঠিক করে গুছিয়ে নিতে চাইছে। এই পরিস্থিতিতে ক্রিকেট মহলে সকলের মুখেই ঘোরাফেরা করছে, বিরাট কোহলি ও রোহিত শর্মাকে কি সাতাশের বিশ্বকাপে খেলতে দেখা যাবে?

Virat Kohli-Rohit Sharma: বিরাট-রোহিতের ODI ভবিষ্যৎ নিয়ে জল্পনা, দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই কি বড় সিদ্ধান্ত নেবে বিসিসিআই?
বিরাট-রোহিতের ODI ভবিষ্যৎ নিয়ে জল্পনা, বড় সিদ্ধান্ত নেওয়ার পথে BCCI!Image Credit source: BCCI X

Nov 29, 2025 | 4:00 PM

কলকাতা: টিম ইন্ডিয়ার বড় টার্গেট ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ। তার জন্য বোর্ড এখন থেকেই টিমটাকে ঠিক করে গুছিয়ে নিতে চাইছে। এই পরিস্থিতিতে ক্রিকেট মহলে সকলের মুখেই ঘোরাফেরা করছে, বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মাকে (Rohit Sharma) কি সাতাশের বিশ্বকাপে খেলতে দেখা যাবে? আগামিকাল অর্থাৎ ৩০ নভেম্বর থেকে ভারত ও দক্ষিণ আফ্রিকার ওডিআই সিরিজ শুরু হবে। তারপরই বিসিসিআই বড় সিদ্ধান্ত নিতে চলেছে। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) বিরাট কোহলি এবং রোহিত শর্মার ওয়ানডে (ODI) কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চায়।

বোর্ডের দীর্ঘমেয়াদি পরিকল্পনা

সূত্রের খবর অনুযায়ী, বিসিসিআই এখন থেকেই ২০২৭ বিশ্বকাপের জন্য দল গোছাতে চাইছে। সেই সময় রোহিত শর্মা ও বিরাট কোহলি, দু’জনেরই বয়স ৪০-এর কাছাকাছি হবে। বোর্ডের একাংশের মতে, এই পরিস্থিতিতে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া প্রয়োজন। একইসঙ্গে বোর্ড আর কোনও ছোট্ট ভাবনা নয়, করতে চাইছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

বিসিসিআইয়ের এক কর্তা সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, “রোহিত ও কোহলির মতো ক্রিকেটারদের কাছ থেকে কী প্রত্যাশা করা হচ্ছে এবং বর্তমান ম্যানেজমেন্ট তাঁদের ভূমিকা কীভাবে দেখছে, সেই সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা গুরুত্বপূর্ণ। তাঁরা শুধুমাত্র অনিশ্চয়তা নিয়ে খেলতে পারে না। বোর্ডের পক্ষ থেকে রোহিতকে শুধুমাত্র তাঁর ফিটনেস ও পারফরম্যান্সের ওপর মনোযোগ দিতে বলা হয়েছে।” বোর্ডের ওই সূত্রের মতে, রোহিতকে তাঁর ওডিআই ভবিষ্যৎ নিয়ে সব রকম জল্পনা কল্পনা এড়িয়ে চলতে বলা হয়েছে।

নির্বাচকদের মধ্যে কি বিভাজন?

এই দুই সিনিয়র ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে নির্বাচক এবং বোর্ড কর্তাদের মধ্যে চাপা চাপানউতোর রয়েছে বলেও ক্রিকেট মহলে শোনা গিয়েছে। এক পক্ষ মনে করছে, রোহিত-বিরাটকে অন্তত আরও এক বছর দলে রেখে ধীরে ধীরে পরিবর্তন আনা উচিত। অন্য পক্ষ মনে করছে, ভবিষ্যতের কথা ভেবে এখনই তরুণদের হাতে দায়িত্ব দেওয়া দরকার। আপাতত এই দুই তারকার ভবিষ্যৎ নিয়ে বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।