আইপিএলে আপাতত একটাই টিম চাইছে বোর্ড
২০২২ সালের আইপিএলে ৮-এর বদলে ৯ টিমের লিগ করার পিছনে অনেকগুলো যুক্তি কাজ করছে।
নয়াদিল্লি: দুই নয়, আপাতত আইপিএলে (IPL) একটাই টিম নেওয়ার কথা ভাবছে বিসিসিআই (BCCI)। ২০২২ সালের আইপিএলে ৮-এর বদলে ৯ টিমের লিগ করার পিছনে অনেকগুলো যুক্তি কাজ করছে। প্রথমত, যদি ১০ টিমের আইপিএল করা হয়, তা হলে ফর্ম্যাট বদলাতে হবে। দুটো গ্রুপে ভাগ করতে হবে দশটা টিমকে। ম্যাচ সংখ্যা বেড়ে যাবে। যা এখনই চাইছে না বিসিসিআই। পাশাপাশি দুটো টিম জুড়লে দেশি-বিদেশি মিলিয়ে কোয়ালিটি প্লেয়ার পাওয়া যাবে কিনা, তা নিয়েও কিছুটা সংশয় আছে।
আরও পড়ুন: বার্সেলোনার হয়ে প্রথম লাল কার্ড মেসির
গত মাসে আমেদাবাদে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় ঠিক হয়েছিল দুটো টিমকে নেওয়া হবে ২০২২ সালের আইপিএলে। দুটো টিম নেওয়ার জন্য দরপত্রও দেওয়া হবে খুব তাড়াতাড়ি। কিন্তু রবিবার বিসিসিআইয়ের অ্য়াপেক্স কমিটির ভার্চুয়াল সভার পর পরিস্থিতি পাল্টে গিয়েছে অনেকটাই।
আরও পড়ুন: মেসিকে পেয়েও সুপার কাপ অধরা বার্সার
একটা যুক্তি এর পিছনে খুব জোরাল ভাবে কাজ করছে। সেটা হল, ২০২৩ সাল থেকে আইসিসির বার্ষিক ক্যালেন্ডার বদলে যাচ্ছে। ২০২৩ সাল থেকে আইসিসি-র যে কোনও বড় ইভেন্ট ফেব্রুয়ারি-মার্চের বদলে হবে নভেম্বর-ডিসেম্বরে। যে কারণে ওই সময় আইপিএলের জন্য বড় উইন্ডো বের করা সম্ভব। তখন দশ টিমের আইপিএল হলে আয়োজন করতে সুবিধা হবে।