নির্বাচকের পদ থেকে হঠাৎ পদত্যাগ কুরুভিল্লার
শ্রীলঙ্কা সিরিজে নতুন ভারত কী হতে পারে? এমন অনেক প্রশ্নের আগেই হঠাৎ পদত্যাগ করলেন জাতীয় নির্বাচক আবে কুরুভিল্লা (Abey Kuruvilla)। টিম বাছার আগে বিসিসিআইকে (BCCI) নতুন নির্বাচক দ্রুত বেছে নিতে হবে।
নয়াদিল্লি: রোহিত শর্মা (Rohit Sharma) কি ভারতের (India) পূর্ণাঙ্গ ক্যাপ্টেন হতে চলেছেন? সে দিকেই গড়াচ্ছে পরিস্থিতি। শ্রীলঙ্কা সিরিজের আগেই ঘোষণা করে দেওয়া হবে তাঁর নাম। ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারাদের মতো সিনিয়রদের পরিবর্তে নতুন প্রজন্মের দিকে তাকাতে চাইছে টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কা সিরিজে নতুন ভারত কী হতে পারে? এমন অনেক প্রশ্নের আগেই হঠাৎ পদত্যাগ করলেন জাতীয় নির্বাচক আবে কুরুভিল্লা (Abey Kuruvilla)। টিম বাছার আগে বিসিসিআইকে (BCCI) নতুন নির্বাচক দ্রুত বেছে নিতে হবে।
প্রাক্তন জাতীয় পেসার কুরুভিল্লার পদত্যাগের পিছনে অবশ্য জটিলতা বা বিতর্ক তেমন নেই। বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী কোন ক্রিকেটারই পাঁচ বছরের বেশি কোনও ক্রিকেট কমিটিতে থাকতে পারবেন না। এর আগে জুনিয়র নির্বাচন কমিটির চেয়ারম্যান ছিলেন কুরুভিল্লা। চার বছর ওই পদে কাটিয়েওছেন। তাঁর সময়ই উন্মুক্ত চাঁদের নেতৃত্বে যুব বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর সিনিয়র নির্বাচক হয়েছিলেন তিনি। পাঁচ বছর সম্পূর্ণ হয়ে যাওয়ায় কুরুভিল্লা নিজেই সরে গিয়েছেন।
বোর্ডের এক সিনিয়র কর্তা বলেছেন, ‘নির্বাচক হিসেবে কুরুভিল্লার সময়সীমা সম্পূর্ণ হয়ে গিয়েছিল। নতুন নির্বাচক মনোনয়ন করবে বোর্ড। ক্রিকেট অ্য়াডভাইসরি কমিটি তাঁদের ইন্টারভিউ নেওয়ার পর পশ্চিমাঞ্চলের নির্বাচক কে হবেন, তা চূড়ান্ত করা হবে।’ তবে পুরো প্রক্রিয়াটি দ্রুত শেষ করতে চাইছে বোর্ড। অন্য দিকে আবার নির্বাচক না থাকলেও ৫৩ বছরের কুরুভিল্লাকে অন্য ভূমিকায় দেখা যেতে পারে। ডেভলপমেন্ট কমিটির জেনারেল ম্যানেজারের দায়িত্ব নিতে পারেন তিনি।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা