NAG vs BEN Preview: অ্যাওয়ে ম্যাচে সামনে নাগাল্যান্ড, ফুল পয়েন্টের আশায় বাংলা
Ranji Trophy 2022-23, Nagaland vs Bengal: নাগাল্য়ান্ড প্রথম দু-ম্যাচে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের কাছে বড় ব্য়বধানে হেরেছে। যদিও প্রতিপক্ষকে হালকা নিতে নারাজ বাংলা শিবির। এই ম্যাচেও অভিমন্যু ঈশ্বরণকে পাচ্ছে না বাংলা। নেতৃত্বে অভিজ্ঞ মনোজ তিওয়ারিই।

সোভিমা : রঞ্জি ট্রফিতে এ মরসুমে প্রথম দু-ম্যাচে ৯ পয়েন্ট নিয়েছে বাংলা। প্রথম ম্যাচে উত্তরপ্রদেশকে হারায়। দ্বিতীয় ম্যাচও ছিল ঘরের মাঠে। হিমাচলপ্রদেশের বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় থাকলেও শেষ অবধি ৩ পয়েন্ট এসেছে। শেষ দিন ৯ উইকেট প্রয়োজন ছিল বাংলার। যদিও ৩ উইকেটের বেশি নিতে পারেনি। না হলে, দু-ম্যাচে ১২ পয়েন্ট থাকত। এ বার অ্যাওয়ে ম্যাচে নামছে বাংলা। রাত পোহালেই অ্যাওয়ে ম্যাচে বাংলার প্রতিপক্ষ নাগাল্যান্ড। খাতায় কলমে অনেকটাই দুর্বল নাগাল্য়ান্ড। এই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে ফিরতে আশাবাদী বাংলা শিবির। বিস্তারিত TV9Bangla-য়।
ঘরের মাঠে টানা দু-ম্যাচ জয়ের সুযোগ হাতছাড়া হলেও চিন্তিত নয় বাংলা শিবির। দু-ম্যাচে ৯ পয়েন্ট স্বস্তিরই। নাগাল্য়ান্ড ম্যাচের আগে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা বলছেন, ‘মরসুমের শুরুটা ভালো হয়েছে আমাদের। এ খানেও আমরা কঠিন ম্যাচে নামতে চলেছি। ভালো ক্রিকেট খেলাই লক্ষ্য়। নিজেদের সেরাটা দেব। ছেলেরা নিজেদের মতো খেলুক সেটাই চাইব।’
রঞ্জি মরসুমের প্রথম ম্যাচে উত্তরপ্রদেশকে ৬ উইকেটে হারিয়েছিল বাংলা। হিমাচলপ্রদেশের বিরুদ্ধে ড্র হয়। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে বাংলার ঝুলিতে ৩ পয়েন্ট। নাগাল্য়ান্ড প্রথম দু-ম্যাচে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের কাছে বড় ব্য়বধানে হেরেছে। যদিও প্রতিপক্ষকে হালকা নিতে নারাজ বাংলা শিবির। এই ম্যাচেও অভিমন্যু ঈশ্বরণকে পাচ্ছে না বাংলা। নেতৃত্বে অভিজ্ঞ মনোজ তিওয়ারিই। গত ম্যাচে ব্য়াটিংয়ে নজর কেড়েছেন তরুণ ব্যাটার সুদীপ ঘরামি। তাঁর শতরানেই হিমাচলপ্রদেশকে বড় রানের লক্ষ্য দিতে সক্ষম হয়েছিল বাংলা। ওপেনিং জুটি ভালো শুরু দিতে পারলে, মিডল অর্ডারে চাপ কমবে।
