Syed Mustaq Ali T20: কর্ণাটককে উড়িয়ে নক আউটে বাংলা
রান তাড়া করতে নেমে শুরুতেই ২ উইকেট হারায় বাংলা। অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায় ফিরে যান ৪ রানে। ঋত্বিক চট্টোপাধ্যায় করেন ১৮ রান। কিন্তু বাংলাকে জয়ের লক্ষ্যে নিয়ে যান অভিমণ্যু ইশ্বরন (Abhimanyu Easwaran)। ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। ঋদ্ধিমান সাহা করেন ২৭ রান। ২৪ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন কাইফ আহমেদ।
বর্ষাপাড়া: সৈয়দ মুস্তাক আলি (Syed Mustaq Ali) টি-টোয়েন্টির নক আউটে বাংলা (Bengal Cricket Team)। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কর্ণাটককে উড়িয়ে নক আউটে পৌঁছে গেলেন সুদীপরা (Sudip Chatterjee)। ময়াঙ্ক আগারওয়াল (Mayank Agarwal)-দেবদত্ত পাড়িক্কলদের (Devdutt Padikkal) ৭ উইকেটে হারালেন মুকেশরা (Mukesh Kumar)।
দুই দলের কাছেই এই ম্যাচটা ছিল ডু অর ডাই। মুম্বই (Mumbai Cricket Team) অন্য ম্যাচে জিতে যাওয়ায় কর্ণাটককে (Karnataka) হারাতেই হত সুদীপদের। হাইভোল্টেজ ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কর্ণাটক। মুকেশ কুমারের আগুনে পেসে প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফিরে যান কর্ণাটকের দুই ওপেনার। ময়াঙ্ক আগারওয়াল আউট হন ৪ রানে। কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান বিরাটের আরসিবির তারকা ক্রিকেটার দেবদত্ত পাড়িক্কল। মণীশ পান্ডে-করুণ নায়ার জুটি কর্ণাটককে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু সেই জুটিতে ভাঙন ধরান শাহবাজ। মণীশ পাণ্ডেকে ব্যক্তিগত ৩২ রানে ফিরিয়ে। বাংলার আঁটোসাটো বোলিংয়ের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে কর্ণাটক। মুকেশ কুমার নেন ৩ উইকেট। ২ উইকেট সংগ্রহ করেন প্রদীপ্ত প্রামাণিক। ১টি করে উইকেট সংগ্রহ করেন শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed) আর আকাশদীপ।
#Bengal sails through to the quarter finals of the #SyedMushtaqAli trophy by beating #Karnataka in their last league match! Congratulations to the entire team! #CAB pic.twitter.com/qm92OIfWTR
— CABCricket (@CabCricket) November 9, 2021
রান তাড়া করতে নেমে শুরুতেই ২ উইকেট হারায় বাংলা। অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায় ফিরে যান ৪ রানে। ঋত্বিক চট্টোপাধ্যায় করেন ১৮ রান। কিন্তু বাংলাকে জয়ের লক্ষ্যে নিয়ে যান অভিমণ্যু ইশ্বরন (Abhimanyu Easwaran)। ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। ঋদ্ধিমান সাহা করেন ২৭ রান। ২৪ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন কাইফ আহমেদ।
ম্যাচ শেষে বাংলার অধিনায়ক সুদীপ বলেন, ‘মুম্বই সকালে জিতে যাওয়ায় এই ম্যাচটা আমাদের জিততেই হত। আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে, আজ আমরা ভালো ক্রিকেট খেলব। দল হিসেবে পারফর্ম করব। বোলাররা দারুণ বোলিং করেছে আজ। মুকেশ প্রথম ওভারেই ২ উইকেট নিয়েছে। আর তাতেই কর্ণাটকের উপর চাপ তৈরি হয়ে যায়। অভিমণ্যু আমাদের দলের সম্পদ। ব্যাট হাতে ওকেও বড় রান করতে দেখে খুশি।’
কোচ অরুণ লাল (Arun Lal) বলেন, ‘বোলাররা অসাধারণ পারফর্ম করে। ফিল্ডিং বিভাগও তাদের শরীরী ভাষায় আজ আক্রমণাত্মক মেজাজ দেখায়। দলগত সাফল্য। একজনের অভাব আরেকজন ঢেকে দিচ্ছে। শুধু ১১ জন নয়, পুরো ২০ জনের স্কোয়াডেরই অবদান। এ বছর আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি। তরুণ ক্রিকেটাররা যা পারফর্ম করছে, তাতে আমি খুশি। চাপের মুহূর্তে লড়াই করেও ম্যাচ জয়ের কৃতিত্ব অনেক। আমরা অনেক শক্ত গ্রুপে ছিলাম। সেখান থেকে সরাসরি নক আউটে উঠলাম। বাংলার ক্রিকেট সামনের দিকে এগোচ্ছে।
আরও পড়ুন: Ravi Shastri: কোচিং শেষে আবার কমেন্ট্রি বক্সে ফেরার ইঙ্গিত শাস্ত্রীর