IPL 2023: কেউ হলেন সুপারম্যান, কেউ বন্ধ চোখেই নিলেন দুর্দান্ত ক্যাচ; আইপিএল ১৬-র চোখধাঁধানো ক্যাচগুলি

১৬তম আইপিএল (IPL 2023) যত এগোবে এমন চোখ ধাঁধানো ক্যাচ আরও অনেক দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা। দুর্দান্ত ক্যাচ ধরার দিক থেকে পিছিয়ে নেই চল্লিশোর্ধ্ব ক্রিকেটাররাও। পাল্লা দিয়ে তরুণ ক্রিকেটারদের সঙ্গে তাঁরাও তালুবন্দি করছেন একাধিক ক্যাচ।

IPL 2023: কেউ হলেন সুপারম্যান, কেউ বন্ধ চোখেই নিলেন দুর্দান্ত ক্যাচ; আইপিএল ১৬-র চোখধাঁধানো ক্যাচগুলি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 27, 2023 | 9:45 AM

কলকাতা: ক্রিকেটে একটা জনপ্রিয় কথা আছে, ‘ধরো ক্যাচ, জেতো ম্যাচ’। ‘ক্যাচেস উইন ম্যাচেস’। এ বারের আইপিলেও (IPL 2023) ইতিমধ্যেই দেখা গিয়েছে বেশ কয়েকটা চোখধাঁধানো ক্যাচ। টুর্নামেন্ট এখন মধ্যগগনে। ১৬তম আইপিএল (IPL 2023) যত এগোবে এমন চোখ ধাঁধানো ক্যাচ আরও অনেক দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা। দুর্দান্ত ক্যাচ ধরার দিক থেকে পিছিয়ে নেই চল্লিশোর্ধ্ব ক্রিকেটাররাও। পাল্লা দিয়ে তরুণ ক্রিকেটারদের সঙ্গে তাঁরাও তালুবন্দি করছেন একাধিক ক্যাচ। এ বারের আইপিএলে প্রায় প্রতিটি ম্যাচই হাই স্কোরিং থ্রিলার। তারই মধ্যে চোখ ধাঁধানো ক্যাচগুলি যেন ‘আইসিং অন দ্য কেক’। TV9 Bangla Sports-এর প্রতিবেদনে রইল বিস্তারিত।

জাডেজার ‘ব্লাইন্ড’ ক্যাচ

ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ। শরীরের সব বল প্রয়োগ করে সোজাসুজি শট হাঁকিয়েছিলেন মুম্বইয়ের ক্যামেরন গ্রিন। আম্পায়ার ক্রিস গ্যাফনি ভয়ে মাথা নীচু করে বসে পড়েন। কিন্তু বল তাঁর অবধি যায়নি। তার আগেই দুরন্ত ক্যাচ তালুবন্দী করেন স্যার জাডেজা। প্রথমত, সোজাসুজি আসা বলটার থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন জাড্ডু। চোখটাও বন্ধ ছিল তাঁর। তা সত্ত্বেও বলটা হাত থেকে ছাড়েননি।

সেনসেশনাল সঞ্জু

রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ। বোল্টের ডেলিভারি ডিসি ওপেনার পৃথ্বী শ-য়ের ব্যাটে গেলে বাউন্ডারি হয়েই যাচ্ছিল। ঠিক তখনই বাজপাখির মতো উড়ে গিয়ে একহাতে ক্যাচ ধরেন। সঞ্জুর ওই দুর্ধর্ষ ক্যাচের জন্য শূন্য রানে ফেরেন পৃথ্বী।

আমন খানের দুরন্ত ক্যাচ

দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ। মিচেল মার্শের বলে মিড উইকেটে ফাফ ডুপ্লেসির অসাধারণ ক্যাচ তালুবন্দী করেন আমন খান।

সুপারম্যান মার্করাম

সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ। সেদিনের ম্যাচে জোড়া ক্যাচ নিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন হায়দরাবাদ অধিনায়ক এইডেন মার্করাম। মার্কো জানসেনের বল লং অফের উপর দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিলেন ইশান কিষাণ। বেশ খানিকটা দৌড়ে এসে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন মার্করাম। ওই একই ক্ষিপ্রতায় সূর্যকুমার যাদবের ক্যাচ নেন হায়দরাবাদ ক্যাপ্টেন।

জগদীশনের রানিং ক্যাচ

গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ। সুনীল নারিনের ডেলিভারিতে সুইপ হাঁকাতে যান ঋদ্ধি। মিড উইকেট থেকে পিছনের দিকে বেশ খানিকটা দৌড়ে ক্যাচ তালুবন্দী করেন এন জগদীশন।