T10 League: মরুশহরে ভারতীয় বোলারের বিরাট ‘নো বল’, তোলপাড় ক্রিকেট মহল
২২ গজে বোলাররা অল্প অসাবধান হলেই নো বল দিয়ে বসেন। ইচ্ছে করে কোনও বোলারই নো বল দেন না। এ বার এই নো বল ঘিরে যত হইচই। মরুশহরে চলছে আবু ধাবি টি১০ লিগ (Abu Dhabi T10 League)। আর সেখানেই এক ভারতীয় বোলার নো বল (No Ball) দিয়ে শিরোনামে উঠে এসেছেন। সেই ভিডিয়ো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
আবু ধাবি: ‘নজর হাটি, দুর্ঘটনা ঘটি’ (নজর এড়িয়ে গেলেই দুর্ঘটনা ঘটবে) এই কথা সবক্ষেত্রেই প্রযোজ্য। ২২ গজে বোলাররা অল্প অসাবধান হলেই নো বল দিয়ে বসেন। ইচ্ছে করে কোনও বোলারই নো বল দেন না। এ বার এই নো বল ঘিরে যত হইচই। মরুশহরে চলছে আবু ধাবি টি১০ লিগ (Abu Dhabi T10 League)। আর সেখানেই এক ভারতীয় বোলার নো বল (No Ball) দিয়ে শিরোনামে উঠে এসেছেন। ক্রিজ থেকে প্রায় এক ফুট দূরে পা রাখেন অভিমন্যু মিথুন। তারপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। চলছে বিরাট আলোচনাও। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আবুধাবি টি১০ লিগে চেন্নাই ব্রেভস এবং নর্দার্ন ওয়ারিয়র্সের ম্যাচে নো বল নিয়ে বিতর্ক উঠেছে। ভারতের বোলার অভিমন্যু মিথুন এমন একটি নো বল করেছেন যা দেখে ক্রিকেট ভক্তরা রীতিমতো অবাক। এই ম্যাচে চেন্নাই ব্রেভসের কাছে ৫ উইকেটে হেরেছে নর্দার্ন ওয়ারিয়র্স। নিজের দুই ওভারের মধ্যে একটি নো বল দেন মিথুন। ভারতীয় বোলার ক্রিজ থেকে অনেকটাই বেরিয়ে করেছেন। যা দেখে অনেকেই বলাবলি করছেন, মিথুন ইচ্ছে করে এমন নো বল করেছেন।
এক ঝলকে দেখে নিন ভারতীয় বোলার অভিমন্যু মিথুনের আবু ধাবি টি-১০ লিগে করা অদ্ভুত নো বলের ভিডিয়ো —
What’s happening in T10 Cricket pic.twitter.com/3z5RvOcbYD
— ٰImran Siddique (@imransiddique89) December 2, 2023
মিথুনের ওই নো বল দেখার পর ক্রিকেট প্রেমীদের মনে ম্যাচ ফিক্সিংয়ের সন্দেহও দানা বাঁধছে। নেটিজ়নদের অনেকেই বলেছেন, ইচ্ছে করে মিথুন ওই রকম নো বল দিয়েছেন। অবশ্য এই অভিযোগের কোনও প্রমাণ নেই। প্রসঙ্গত, ভারতের হয়ে ৪টি টেস্টে এবং ৫টি ওডিআইতে খেলার সুযোগ পেয়েছিলেন অভিমন্যু মিথুন। মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সেওয়াগ এবং গৌতম গম্ভীরের মতো ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ পেয়েছিলেন অভিমন্যু।