IPL 2025, PBKS: কোলে আসুক ট্রফি, অম্বাজি মন্দিরে আরতি পঞ্জাব কিংস মালকিন প্রীতি জিন্টার

প্রথম কোয়ালিফায়ারে আরসিবির কাছে হারের মুখ দেখেছিল পঞ্জাব। আজ, রবিবার সন্ধেয় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামতে চলেছেন শ্রেয়সরা। তার আগে গুজরাটের অম্বাজি মন্দিরে পুজো দিলেন পঞ্জাব কিংসের মালকিন।

IPL 2025, PBKS: কোলে আসুক ট্রফি, অম্বাজি মন্দিরে আরতি পঞ্জাব কিংস মালকিন প্রীতি জিন্টার
IPL 2025, PBKS: কোলে আসুক ট্রফি, অম্বাজি মন্দিরে আরতি পঞ্জাব কিংস মালকিন প্রীতি জিন্টার

Jun 01, 2025 | 2:15 PM

কলকাতা: দ্বিতীয় সুযোগ সকলে পায় না। পঞ্জাব কিংস অবশ্য সেটা পেয়েছে। কারণ এ বারের আইপিএলে (IPL) ১৪টি ম্যাচে ৯টি জয়, ৪টি হার শ্রেয়স আইয়ারের দলের। আর পয়েন্ট ১৯। লিগ টেবলের শীর্ষে থেকে শেষ করেছিল পঞ্জাব। যে কারণেই প্রীতি জিন্টার (Preity Zinta) দল পাচ্ছে দ্বিতীয় সুযোগ। প্রথম কোয়ালিফায়ারে আরসিবির কাছে হারের মুখ দেখেছিল পঞ্জাব। আজ, রবিবার সন্ধেয় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামতে চলেছেন শ্রেয়সরা। তার আগে গুজরাটের অম্বাজি মন্দিরে পুজো দিলেন পঞ্জাব কিংসের মালকিন।

দল যেন এ মরসুমে ট্রফি জেতে, সেই কামনা করে অম্বাজি মন্দিরে শনিবার আরতি করেছেন প্রীতি। শুধু তাই নয়। একটি বিশেষ রীতিতেও অংশ নেন প্রীতি। দলের সাফল্য কামনা করে শ্রী যন্ত্রের পুজো করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রীতির অম্বাজি মন্দিরে পুজো দেওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে। মন্দির প্রাঙ্গনে তিনি প্রবেশ করতেই সেখানে আগত দর্শনার্থীদের মধ্যে হইচই শুরু হয়ে যায়। যদিও প্রীতি বেশি সময় নেননি। পুজো করার পর সরাসরি চলে আসেন গাড়ির সামনে। একটি কালো রংয়ের সালোয়ার কামিজ পরেছিলেন প্রীতি। মাথায় ছিল লাল ওড়না। 

মালকিন দলের হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা তো করলেন, এ বার মাঠে নেমে লড়তে হবে শ্রেয়স-প্রিয়াংশদের। যুজবেন্দ্র চাহাল এই ম্যাচে ফিট হয়ে ফিরছেন বলেই জানা গিয়েছে। এই পরিস্থিতিতে পঞ্জাব একবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিতে পারলেই ট্রফির সঙ্গে দূরত্ব কমাতে পারবে। আর ফাইনালে ওঠার পর শ্রেয়সরা আরসিবিকে ৩ জুন হারাতে পারলে প্রথম আইপিএল ট্রফি আসবে পঞ্জাব শিবিরে।