IND vs AUS Day 1 Report: ৮৭২৪২! বুমরা ম্যাজিকেও মেলবোর্নে অস্ট্রেলিয়ার ‘বড়দিন’
India vs Australia Boxing Day Test: এখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। ভরসা সেই জসপ্রীত বুমরাই। নিশ্চয়ই ভাবছেন, ৮৭২৪২ কী? মেলবোর্নে টেস্ট ক্রিকেটের প্রথম দিন রেকর্ড দর্শক উপস্থিতি। সকলের জন্য দিনটা বিনোদনের জন্য হলেও ভারতীয় টিমের জন্য নয়।
টেস্ট ক্রিকেটের ঘটনাবহুল দিন। অস্ট্রেলিয়ার ঝোড়ো শুরু, মিডল ওভারে দুর্দান্ত পার্টনারশিপ, সিরাজের বেল-বদল, স্যাম কন্টাসের সঙ্গে বিরাট বিতর্ক, বুমরা ম্যাজিক। দ্বিতীয় নতুন বলে পুরস্কার পেলেন আকাশ দীপও। এরপরও মেলবোর্নে অস্ট্রেলিয়ারই বড় দিন। কারণ, দিনের শেষে ক্রিজে রয়েছেন স্টিভ স্মিথ। প্রথম দিন ৩০০ পার অস্ট্রেলিয়ার। এখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। ভরসা সেই জসপ্রীত বুমরাই। নিশ্চয়ই ভাবছেন, ৮৭২৪২ কী? মেলবোর্নে টেস্ট ক্রিকেটের প্রথম দিন রেকর্ড দর্শক উপস্থিতি। সকলের জন্য দিনটা বিনোদনের জন্য হলেও ভারতীয় টিমের জন্য নয়।
টস হার দিয়ে অস্বস্তি শুরু হয়েছিল ভারতের। টিম কম্বিনেশও চমকে দেওয়ার মতো। শুভমন গিল বাদ। পরিবর্তে ওয়াশিংটন সুন্দর। সিদ্ধান্ত সঠিক কি না, সেটা বুঝতে আরও সময় লাগবে। তাঁকে সঠিক ভাবে ব্যবহার করা যায়নি প্রথম দিন, এটুকু বলা যায়। নতুন বলে জসপ্রীত বুমরা একদিকে চাপ তৈরি করলেও উল্টো দিকে মাথাব্য়থা হয়ে দাঁড়িয়েছেন সিরাজ। এ দিন বুমরা চাপে পড়তেই পুরো টিমই অস্বস্তিতে। লাল-বলের ফরম্যাট বাদই দেওয়া যাক, জসপ্রীত বুমরাকে কেউ চাপে ফেলছেন, এমনটা দেখা যায় না। সেটা যে কোনও ফরম্যাটেই হোক। অভিষেক ম্যাচে নামা অজি ওপেনার স্যাম কন্টাস সেটাই করলেন।
বুমরার প্রথম ৬ ওভারের স্পেলে উসমান খোয়াজা সামলেছেন মাত্র তিনটি ডেলিভারি। বাকি সময় শুধুই স্যাম কন্টাসের দাপট। সেই দুর্দান্ত শুরুটাই অস্ট্রেলিয়ার ভিত গড়ে দেয়। ভারত এ দলের বিরুদ্ধে গোলাপি বলে প্রস্তুতি ম্যাচে খেলেছিলেন স্যাম। সেই ম্যাচে অবশ্য বুমরা নামেননি। সেঞ্চুরি করেছিলেন তরুণ ব্যাটার। সিনিয়র দলে প্রথম সুযোগেই বিধ্বংসী হাফসেঞ্চুরি।
এই খবরটিও পড়ুন
মাত্র ২ উইকেট হারিয়েই ২০০ পেরিয়েছিল অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেনকে ফিরিয়ে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু দেন ওয়াশিংটন সুন্দর। ২৩৭-২ থেকে দ্রুতই অস্ট্রেলিয়া ২৪৬-৫। একদিক থেকে উইকেট পড়লেও উল্টোপ্রান্ত আগলে রাখেন স্টিভ স্মিথ। দ্বিতীয় নতুন বলে বুমরার সঙ্গী করা হয় আকাশ দীপকে। পুরো দিন ভালো বোলিংয়ের পুরস্কার পেলেন শেষ বেলায়। দুর্দান্ত ডেলিভারিতে অ্যালেক্স ক্যারিকে ফেরান আকাশ দীপ। সঙ্গে যেন রোহিত-গম্ভীরের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, বুমরার সঙ্গে নতুন বলে তাঁকেই সুযোগ দেওয়া উচিত, সিরাজ নন।
প্রথম ইনিংসে ইতিমধ্যে ৬ উইকেটে ৩১১ রান তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। জসপ্রীত বুমরা ৩ এবং আকাশ দীপ, জাডেজা, সুন্দর একটি করে উইকেট নেন। ভারতের বড় বাধা স্টিভ স্মিথ ৬৮ রানে ক্রিজে রয়েছেন।