IND vs AUS: ছিটকে গিয়েছেন ক্যামেরন গ্রিন, ভারতের বিরুদ্ধে বিকল্প রেডি অস্ট্রেলিয়ার!
Border-Gavaskar Trophy: গত দুই অস্ট্রেলিয়া সফরেই টেস্ট সিরিজ জিতেছে ভারত। এ বার লক্ষ্য হ্যাটট্রিক। অজি শিবিরে অস্বস্তি বাড়িয়েছিল তাদের পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের ছিটকে যাওয়া। তবে বিকল্পও রেডি!
আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। তার আগে ভারত এ দল যাবে অস্ট্রেলিয়ায়। দুটি ম্যাচ রয়েছে এ দলের। সিনিয়র দলের প্লেয়ারদেরও বর্ডার-গাভাসকর ট্রফির প্রস্তুতির জন্য পাঠানো হতে পারে। ভারতের বিরুদ্ধে সিরিজ নিয়ে প্রবল অস্বস্তিতে অস্ট্রেলিয়া। পরিসংখ্যান বদলাতে শুরু করেছে। গত দুই অস্ট্রেলিয়া সফরেই টেস্ট সিরিজ জিতেছে ভারত। এ বার লক্ষ্য হ্যাটট্রিক। অজি শিবিরে অস্বস্তি বাড়িয়েছিল তাদের পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের ছিটকে যাওয়া। তবে বিকল্পও রেডি!
ক্যামেরন গ্রিনের পুরনো চোট ছিলই। তার উপর ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে নতুন করে চোট পেয়েছেন। অস্ত্রোপচার না করালেই নয়। বর্ডার-গাভাসকর ট্রফিতে তাই পাওয়া যাবে না গ্রিনকে। পরিবর্ত হিসেবে মিচেল মার্শকে প্রস্তুত করছে অস্ট্রেলিয়া। সীমিত ওভারের ক্রিকেটে মার্শ নিয়মিত। তবে মিচেল মার্শও চোটপ্রবণ। ব্যাটিংয়ে সমস্যা না হলেও টেস্ট ম্যাচে বোলিংয়ের জন্য ফিটনেস রয়েছে কিনা, এ নিয়ে প্রশ্ন থাকেই। সেই পরীক্ষার কারণেই অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেনির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডের ম্যাচে মার্শকে দিয়ে বোলিং করানো হবে।
মিচেল মার্শ বোলিংয়ে কতটা পারবেন, এ নিয়ে সন্দেহ রয়েছে। আইপিএলের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিল। ইংল্যান্ড সফরে মাত্র ৪ ওভার বোলিং করেছিলেন তিনি। শেফিল্ড শিল্ডে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেললেও গত ম্যাচে দু-ইনিংসে তাঁর অবদান ১৩ ও ৯৪। মিচেল মার্শ নিজে অবশ্য বলছেন, ‘এখনই অতিরিক্ত বোলিং করব না। তবে ধীরে ধীরে এগনোর চেষ্টা থাকবে। প্রথম টেস্টের জন্য প্রস্তুতি শুরু করব শেফিল্ড শিল্ডের পরবর্তী ম্যাচ দিয়েই। প্যাট কামিন্স ও কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের পরিকল্পনা মতোই এগোচ্ছি।’