Virat Kohli: টেস্ট ক্রিকেটকে বদলে দিয়েছে বিরাটই… বড় মন্তব্য প্রাক্তন অজি উইকেটকিপারের
৩৬ বছর বয়সে বিরাটের এই হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসর চমকে দিয়েছিল সকলকেই। বিরাটের টেস্টের পরিসংখ্যানও বেশ নজরকাড়া। নিজের টেস্ট কেরিয়ারে ভারতের জার্সিতে মোট ১২৩টি ম্যাচ খেলেছেন বিরাট। করেছেন ৯২৩০ রান।

কলকাতা: বিশ্ব ক্রিকেটের মহাতারকাদের মধ্যে অন্যতম বিরাট কোহলি (Virat Kohli)। শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেই টি-টোয়েন্টি (T20) থেকে, আর এবার আইপিএলের মাঝে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন তিনি। বিশ্বক্রিকেটে কোহলির ভক্তসংখ্যাও বিপুল। দেশ থেকে বিদেশ সকলের কাছেই তিনি একজন রোল মডেল। বিশ্ব মঞ্চে ভারতীয় ক্রিকেটকে নিয়ে গিয়েছেন এক অন্য উচ্চতায়। টেস্ট, ওডিআই থেকে শুরু করে টি-টোয়েন্টি ফরম্যাট। সব ফরম্যাটেই নিজের ছাপ রেখেছেন, একের পর এক রেকর্ড গড়েছেন। বিরাট কোহলি নিজের ব্যাটিংয়ের জাদুতে টেস্টে ক্রিকেটে এক নতুন যুগের সূচনা করে দিয়েছেন, এমনই দাবি অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্র্যাড হ্যাডিনের।
প্রাক্তন অজি উইকেট কিপারের সঙ্গে একাধিকবার মাঠে ঝামেলায় জড়িয়ে ছিলেন বিরাট। সেই অজি তারকাই কোহলি সম্পর্কে বলেছেন, ‘ওর মতো প্লেয়ার যুগে একআধবারই আসে।’ এই বছর আইপিএলে পঞ্জাব কিংসের সহকারী কোচের দায়িত্ব পালন করছেন কিংবদন্তি হ্যাডিন।
কোহলির খেলার প্রতি ভালোবাসার নিষ্ঠার প্রশংসা করেছেন হ্য়াডিন। এক সাক্ষাৎকারে কোহলি সম্পর্কে হ্যাডিন বলেছেন, ‘ও সব সময়ে যেকোনো পরিস্থিতির জন্য তৈরি থাকে। কোহলির উপস্থিতিই ম্য়াচের মেজাজ পালটে দেয়। ম্য়াচের বড় মুহুর্তগুলোর প্রতি বিরাটের আবেগ ও ভালো খেলার বাড়তি তাগিদ অস্ট্রেলিয়ান ক্রিকেটারদেরও প্রভাবিত করে।’
হ্যাডিন আরও বলছেন যে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মতো দলগুলি সেরা ফর্মে থাকাকালীন তাদের বিরুদ্ধে কোহলি নিজের যে রাজত্ব চালিয়ে গিয়েছিলেন তা সত্যি প্রশংসনীয়। বর্তমানে ভারতীয় ক্রিকেটে কোহলির অনুপস্থিতি গভীরভাবে যে প্রভাব ফেলবে তা আর বলার অপেক্ষা রাখে না।
৩৬ বছর বয়সে বিরাটের এই হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসর চমকে দিয়েছিল সকলকেই। বিরাটের টেস্টের পরিসংখ্যানও বেশ নজরকাড়া। নিজের টেস্ট কেরিয়ারে ভারতের জার্সিতে মোট ১২৩টি ম্যাচ খেলেছেন বিরাট। করেছেন ৯২৩০ রান। মোট ৩০টি শতরান এবং ৩১টি হাফসেঞ্চুরি করে এই রানে পৌঁছেছেন তিনি।
