কোচিতে খেলে পুরো অর্থ পাননি, হজের মন্তব্যে ফের বিতর্ক

হজের বিতর্ক নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) কোনও মন্তব্য না করলেও অস্বস্তিতে যে পড়েছে, কোনও সন্দেহ নেই। আইপিএলের আর কোনও টিমকে নিয়ে এই রকম অভিযোগ ওঠেনি। ফলে বিসিসিআই আবার নতুন করে পুরো ব্যাপারটা খতিয়ে দেখতে পারে।

কোচিতে খেলে পুরো অর্থ পাননি, হজের মন্তব্যে ফের বিতর্ক
কোচিতে খেলে পুরো অর্থ পাননি, হজের মন্তব্যে ফের বিতর্ক
Follow Us:
| Updated on: May 25, 2021 | 2:24 PM

সিডনি: কোচি টাস্কার্সের (Kochi Tuskers) বাকি টাকা কোথায় গেল, প্রশ্ন তুলে দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্র্যাড হজ (Brad Hodge)। চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান র‍য়্যালসকে নির্বাসিত করার পর কোচিকে আইপিএলে (IPL) নেওয়া হয়েছিল। ২০১০ সালে কোচির হয়ে খেলেছিলেন হজ। ৪ লক্ষ ২৫ হাজার ডলারে সই করেছিলেন ওই টিমে। কিন্তু ১০ বছর পেরিয়ে গেলেও এখনও বাকি অর্থের ৩৫ শতাংশ মেলেনি। যা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন প্রাক্তন অজি ক্রিকেটার।

টুইটারে তিনি লিখেছেন, ‘১০ বছর আগে কোচির হয়ে খেলার জন্য প্রাপ্ত অর্থের ৩৫ শতাংশ ১০ বছর পেরিয়ে গেলেও পাওয়া যায়নি। বিসিসিআই কি বলতে পারবে, কোথায় গেল সেই অর্থ?’ হজের কথা ধরলে এখনও দেড় লক্ষ ডলারের মতো কোচি থেকে পাবেন। ঘটনা হল, পরের বছরই কোচিকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া হয়। আইপিএল খেলার জন্য যে অর্থ ব্যাঙ্ক গ্যারান্টি হিসেবে দেখা হত, তা না থাকায়। এই নিয়ে মামলা আদালত পর্যন্ত গড়িয়েছিল। তখন থেকেই অনেক ক্রিকেটার বলছিলেন, তাঁরা চুক্তি অনুযায়ী তাঁদের পুরো অর্থ পাননি। ১০ বছর পেরিয়ে গেলেও সেই বিতর্কের নিষ্পত্তি হয়নি।

হজের বিতর্ক নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) কোনও মন্তব্য না করলেও অস্বস্তিতে যে পড়েছে, কোনও সন্দেহ নেই। আইপিএলের আর কোনও টিমকে নিয়ে এই রকম অভিযোগ ওঠেনি। ফলে বিসিসিআই আবার নতুন করে পুরো ব্যাপারটা খতিয়ে দেখতে পারে।

আরও পড়ুন: জাপান যাত্রায় ‘না’ আমেরিকার