AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জাপান যাত্রায় ‘না’ আমেরিকার

আমেরিকা প্রশাসনিক স্তরে যতই জাপান পর্যটনে নিষেধাজ্ঞা জারি করুক, একটা ব্যাপার নিয়ে কোনও জটিলতা নেই। টোকিও গেমসে বিদেশি দর্শকদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা অনেক আগেই জারি করেছে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা।

জাপান যাত্রায় 'না' আমেরিকার
সৌজন্যে-টুইটার
| Updated on: May 25, 2021 | 2:12 PM
Share

নিউ ইয়র্ক: অলিম্পিকের (Olympics) আর দু’মাসও বাকি নেই। তার আগে হঠাত্‍ই নয়া বিতর্ক। করোনার (COVID-19) কারণে জাপান (Japan) যাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা (America)। ওই দেশের সেন্টার অফ ডিজ়িজ কন্ট্রোল বা সিডিসি এক বিবৃতিতে জানাল, এই মুহূর্তে জাপান যাওয়ার ভাবনা না রাখাই ভালো। ওই দেশে করোনা বাড়ছে। যার প্রতিষেধক নেওয়া আছে, সেও জাপানে গিয়ে নতুন করে সংক্রমিত হয়ে পড়তে পারে।

আমেরিকার সিডিসির এই মনোভাব বেশ আশঙ্কিত করছে অলিম্পিক আয়োজকদের। করোনার কারণে টোকিও গেমস (Tokyo Games) থেকে নাম তুলে নেবে নাকি আমেরিকা, এই ভাবনাও ধাক্কা মারছে। সবচেয়ে বেশি চিন্তায় পড়ে গিয়েছেন অ্যাথলিটরা। তবে, আমেরিকার অলিম্পিক কমিটি অবশ্য দুশ্চিন্তা কমাতে জানিয়েছে, তাঁদের বিশ্বাস আমেরিকান অ্যাথলিটরা নির্বিঘ্নে ও নিরাপদে টোকিও গেমসে নামতে পারবেন।

করোনার কারণে জাপানে এখনও জরুরি ব্যবস্থা চলছে। বিদেশি পর্যটকদের ওই দেশে ঢোকার সম্পূর্ণ বারণ। শুধু তাই নয়, গেমসের জন্যও প্রস্তুতি নিতে চাইলেও এই পরিস্থিতিতে অ্যাথলিট ঢুকতে পারবেন না। যে কারণে আমেরিকার সাইক্লিস্ট টিম তাদের জাপান সফর বাতিল করে দিয়েছে। আগামী মাসের পয়লা তারিখ থেকে জাপানে ইমার্জেন্সি উঠে যাওয়ার কথা। কিন্তু করোনার প্রভাব এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি জাপান সরকার। যে কারণে অনেকেই মনে করছেন, জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়তে পারে। তবে অলিম্পিক নির্বিঘ্ন আয়োজন করার জন্য টোকিও ও ওসাকা শহরবাসীকে প্রতিষেধক দেওয়ার কাজও শুরু করে দিয়েছে। তাতেও আশঙ্কা কমছে না। কারণ, করোনার তৃতীয় ঢেউয়ে জাপানের অনেকেই একবার করোনা মুক্ত হওয়ার পর আবার করোনা আক্রান্ত হচ্ছেন।

আমেরিকা প্রশাসনিক স্তরে যতই জাপান পর্যটনে নিষেধাজ্ঞা জারি করুক, একটা ব্যাপার নিয়ে কোনও জটিলতা নেই। টোকিও গেমসে বিদেশি দর্শকদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা অনেক আগেই জারি করেছে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। ফলে, আমেরিকার এই সিদ্ধান্তে খুব একটা ধাক্কা লাগার জায়গা নেই। কিন্তু তাদের এই নিষেধাজ্ঞার মধ্যে কিন্তু অ্যাথলিটরাও পড়ছেন। যা নিয়েই চিন্তা বাড়ছে।

আরও পড়ুন: অপরাধ জগতের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগ সুশীলের