ক্রিকেটারদের নথিপত্র যাচাই করছে সিএবি

বঙ্গ ক্রিকেটে কোনওরকম ফাঁক ফোকর রাখতে চাইছে না সিএবি। তাই লকডাউনেও বঙ্গ ক্রিকেটকে কলঙ্কিত করার হাত থেকে উদ্ধার করতে, কোমর বেঁধে সিএবি নেমে পড়েছে কাজে।

ক্রিকেটারদের নথিপত্র যাচাই করছে সিএবি
সৌজন্যে-সিএবি ওয়েবসাইট
Follow Us:
| Updated on: May 23, 2021 | 5:30 PM

কলকাতা: করোনার (COVID-19) জন্য কলকাতায় (Kolkata) লকডাউন (Lockdown) ঘোষণা করা হয়েছে। কিন্তু লকডাউনেও কাজ থেমে নেই বঙ্গ ক্রিকেট সংস্থার। প্রথম ও দ্বিতীয় ডিভিশনের সব ক্রিকেটারদের নথিপত্র যাচাই করা শুরু করেছে সিএবি। কিছুদিন আগেই বঙ্গ ক্রিকেটে দুর্নীতি রোখার জন্য ভেরিফিকেশন সেলের বন্দোবস্ত করা হয়েছিল। কোনওরকম ফাঁক ফোকর রাখতে চাইছে না সিএবি। তাই লকডাউনেও বঙ্গ ক্রিকেটকে কলঙ্কিত করার হাত থেকে উদ্ধার করতে, কোমর বেঁধে সিএবি নেমে পড়েছে কাজে।

বাংলার ক্রিকেটে অনৈতিক, দুর্নীতিমূলক কাজ রুখতে বদ্ধপরিকর সিএবি। বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অভিষেক ডালমিয়া (Avishek Dalmiya) এক সরকারি বিবৃতিতে বলেছেন, “লকডাউনের এই সময়টাকে আমরা কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই আমরা আমাদের কাছে জমা হওয়া প্রথম ও দ্বিতীয় ডিভিশনের দলগুলোর সব নথিপত্র যাচাই করার কাজ শুরু করেছি। আমরা নথিপত্র যাচাই করার পুরো প্রক্রিয়াটি সঠিক সময়ের মধ্যে সম্পূর্ণ করতে বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন, “একবার যাচাই শেষ হলে কোনও জালিয়াতি করার ঘটনা উঠে এলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যাতে আর জালিয়াতি না হয় তার জন্য অভিযুক্তের প্রতি নীতি প্রয়োগ করা হবে।”

সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly) এ ব্যাপারে বলেছেন, “আমাদের কাছে যে নথিগুলি জমা দেওয়া হয়েছে তার মধ্যে কিছু জাল তথ্য থাকার সম্ভাবনা রয়েছে। তবে একটি সংস্থার সাহায্য নিয়ে নথি যাচাইয়ের কাজ করা হচ্ছে। সিএবির তথ্যভান্ডারে যদি কোনও জালিয়াতির ঘটনা থাকে তাহলে সহজেই সেটি খুঁজে বের করা যাবে। যা আগামী মরসুমকে স্বচ্ছ করবে।”

আরও পড়ুন: ঐতিহাসিক ভল্ট দিয়ে বাইলসের কামব্যাক