Celebrity Cricket League: সেলিব্রিটি ক্রিকেট লিগ নাকি WWE! তুমুল হাতাহাতিতে হাসপাতালে ৬ জন

CCL, Bangladesh: ২২ গজে আম্পায়ারের সকল সিদ্ধান্ত সকলের পছন্দ হবে তার কোনও মানে নেই। বাংলাদেশ ক্রিকেট লিগে এ বার আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় দুই দলের প্লেয়াররা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। শেষ অবধি ৬জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আহত হয়েছেন একাধিকজন।

Celebrity Cricket League: সেলিব্রিটি ক্রিকেট লিগ নাকি WWE! তুমুল হাতাহাতিতে হাসপাতালে ৬ জন
Celebrity Cricket League: সেলিব্রিটি ক্রিকেট লিগ নাকি WWE! তুমুল হাতাহাতিতে হাসপাতালে ৬ জন
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 7:20 PM

ঢাকা: আর দিন চারেক পর ভারতে শুরু হবে ওডিআই বিশ্বকাপ (ICC World Cup)। বাংলাদেশের (Bangladesh) প্রথম ম্যাচ ৭ অক্টোবর। আফগানিস্তানের বিরুদ্ধে। তার আগে বাংলাদেশ টিমকে অনুপ্রাণিত করার জন্য ঢাকার ইন্ডোর স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে সেলিব্রিটি ক্রিকেট লিগ (Celebrity Cricket League)। এ বার সেখানেই ঘটল এক লজ্জাজনক ঘটনা। বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট লিগ ঘিরে উন্মাদনা তুঙ্গে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এই লিগে হাতাহাতি হওয়ার এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। ব্যাট-বলের লড়াইয়ে হঠাৎ হাতাহাতি কেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

একাধিক রিপোর্ট অনুযায়ী, শুক্রবার রাতে মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে বাংলাদেশের পরিচালক মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের মধ্যে ম্যাচ চলাকালীন ঝামেলা হয়। এই দুই দলের সতীর্থদের মধ্যে হঠাৎই উত্তেজনার সৃষ্টি হয়। জানা যায়, আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ হয়নি বলেই প্রথমে বচসা শুরু হয় দুই দলের ক্রিকেটারদের। মুহূর্তের মধ্যে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় স্টেডিয়াম। মুখোমুখি লড়াই হাতাহাতিতে পৌঁছে যায়। সেলিব্রিটি ক্রিকেট লিগের দুই দলের ক্রিকেটাররা একে অপরকে কিল, চড়, ঘুষি মারতে থাকেন।

পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে ম্যাচ আবার শুরু হয়। কিন্তু গতকাল খেলার শেষে দুই দলের প্লেয়ারদের মধ্যে আবারও উত্তেজনা ছড়ায়। হাতাহাতিও শুরু হয়। ব্যাট দিয়েও কেউ কেউ মারতে থাকেন। যার জেরে শেষ অবধি ৬জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সেলিব্রিটি ক্রিকেট লিগে আহতদের মধ্যে রয়েছেন শিশির সর্দার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদরা। এবং আহত হয়েছেন দুই দলের একাধিক প্লেয়ার। জানা গিয়েছে, ওই টুর্নামেন্টটি বাতিল করে দেওয়া হয়েছে।