IPL 2025: ট্রেডমার্ক লঙ্ঘনের অভিযোগে বিসিসিআইয়ের বিরুদ্ধে মামলা দিল্লি হাইকোর্টে!
Indian Premier League-BCCI: নাম 'চম্পক'। সেই চম্পককে নিয়েই এখন দেখা দিয়েছে নতুন বিভ্রাট। রোবো ডগের নাম 'চম্পক' দেওয়া নিয়ে বিসিসিআইকে নোটিশ পাঠিয়েছে দিল্লি হাইকোর্ট। কিন্তু কেন পাঠানো হল এই নোটিশ? কী দোষ বিসিসিআইয়ের?

কলকাতা: বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। সেই আইপিএল প্রতি বছরই কিছু না কিছু নতুন চমক নিয়ে আসে। এ বার আইপিএলের নতুন চমক রোবো ডগ। আইপিএল শুরুর পর থেকেই সেই রোবো ডগকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। তাঁর সঙ্গে খেলতে দেখা যায় ধারাভাষ্যকার, ক্রিকেটার এবং চিয়ার লিডারদেরকেও। ধোনি, হার্দিক থেকে শুরু করে ড্য়ানি মরিসন সকলকেই রোবো ডগের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে। কিছুদিন পরেই তাঁর নামও দেওয়া হয়। নাম ‘চম্পক’। সেই চম্পককে নিয়েই এখন দেখা দিয়েছে নতুন বিভ্রাট। রোবো ডগের নাম ‘চম্পক’ দেওয়া নিয়ে বিসিসিআইকে নোটিশ পাঠিয়েছে দিল্লি হাইকোর্ট। কিন্তু কেন পাঠানো হল এই নোটিশ? কী দোষ বিসিসিআইয়ের?
জানা যাচ্ছে, একটি ছোটদের ম্য়াগাজিন ‘চম্পক’ একটি পিটিশন ফাইল করেছে বিসিসিআইয়ের উপর। চম্পক ম্য়াগাজিনের দায়ের করা মামলায় দিল্লি হাইকোর্ট জবাব দিতে বলেছে বিসিসিআইকে। চার সপ্তাহের মধ্যে একটি লিখিত নোটিশ জমা দিতে বলেছে দিল্লি হাইকোর্ট। ৯ জুলাই এই মামলার পরবর্তী হিয়ারিং-এর জন্য নির্দেশ দিয়েছে কোর্ট।
বিতর্কটি শুরু হয়েছে যেই দিন থেকে রোবো ডগের নাম ‘চম্পক’ দেওয়া হয়েছে। আইপিএলের এই নতুন আকর্ষণ বিপুল জনপ্রিয়ও হয়ে উঠেছে। তারপর থেকেই সমস্যা। এরপরই ‘চম্পক’ ম্য়াগাজিনের প্রকাশক দিল্লি প্রেস বিসিসিআইয়ের উপর ট্রেডমার্ক লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করেছে। তবে কি এবার নাম বদল করা হবে রোবো ডগের?
