MI, IPL 2024 Auction: রোহিত-বিতর্কের আগুন নেভেনি এখনও, IPLএ কেমন দল সাজাল MI?

Mumbai Indians: মঙ্গলবার দুবাইয়ে বসেছিল আইপিএলের নিলামের আসর। নিলাম ঘরে চোখ ছিল নীল টেবলে। পার্সে ১৭.৭৫ কোটি টাকা নিয়ে নিলামের খেলায় নেমেছিলেন নীতা আম্বানিরা। ওই টাকায় মোট ৮ জনকে কেনার সুযোগ ছিল মুম্বইয়ের কাছে। চাইলে ৪ জন বিদেশি প্লেয়ারকে নিতে পারত তারা। নিলাম ঘরে অবশেষে কাদের বেছে নিল হার্দিক পান্ডিয়ার মুম্বই?

MI, IPL 2024 Auction: রোহিত-বিতর্কের আগুন নেভেনি এখনও, IPLএ কেমন দল সাজাল MI?
আইপিএলের নিলামে মুম্বই ইন্ডিয়ান্স,
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2023 | 12:18 PM

কলকাতা: আইপিএলের তোড়জোড় শুরু হতেই আলোচনায় ছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। প্রথমে গুজরাট টাইটান্স (Gujarat Titans) থেকে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) দলে ফিরিয়ে আলোচনায় উঠে এসেছিল মুম্বই। পরে রাতারাতি রোহিত শর্মার (Rohit Sharma) কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়ে বিতর্কে জড়িয়েছে নীতা আম্বানির দল। বিতর্কের জেরে মুম্বই ইন্ডিয়ান্সের থেকে মুখ ফেরাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। প্রিয় ক্যাপ্টেন রোহিতের পাশে রয়েছেন সতীর্থরাও। মুম্বইয়ের অন্দরে জ্বলছে বিতর্কের আগুন। এরই মাঝে দুবাইয়ের নিলাম ঘরে হাজির ছিলেন নীতা আম্বানিরা। নতুন বছরের আইপিএলের জন্য কেমন দল সাজাল পাঁচ বারের আইপিএলজয়ী মুম্বই ইন্ডিয়ান্স? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

নিলাম ঘরে চোখ ছিল নীল টেবলে। পার্সে ১৭.৭৫ কোটি টাকা নিয়ে নিলামের বাইশ গজে নেমেছিলেন নীতা আম্বানিরা। ওই টাকায় মোট ৮ জনকে কেনার সুযোগ ছিল মুম্বইয়ের কাছে। চাইলে ৪ জন বিদেশি প্লেয়ারকে নিতে পারত তারা। নিলাম ঘরে অবশেষে কাদের বেছে নিল হার্দিক পান্ডিয়ার মুম্বই? বিশ্বকাপে গতি দিয়ে মুগ্ধ করেছিলেন প্রোটিয়া তারকা জেরাল্ড কোৎজে। ওডিআই বিশ্বকাপে একাই নেন ২০ উইকেট। নিলামে শুরু থেকেই মুম্বইয়ের নজরে ছিলেন কোৎজের দিকে। নিলাম ঘরে প্রথমেই তাঁর জন্য ঝাঁপায় নীতা আম্বানি ও তাঁর ছেলে আকাশ। অবশেষে ৫ কোটি টাকায় কোৎজেকে কিনেছে মুম্বই। নতুন বছরের আইপিএলে মুম্বইয়ের বোলিং বিভাগের ভরসা হয়ে উঠতে চলেছেন লঙ্কান তারকারা। শ্রীলঙ্কার তারকা নুয়ান থুশারা, যাঁকে নতুন মালিঙ্গা বলে চেনে ক্রিকেট মহল, তাঁকে ও দিলশন মধুশঙ্কাকে তুলেছে মুম্বই। থুশারার জন্য মুম্বই খরচ করেছে ৪.৮ কোটি। অন্যদিকে মধুশঙ্কাকে ৪.৬ কোটিতে তুলেছে MI।

ওডিআই বিশ্বকাপে নতুন আফগান কাব্য লিখেছে আফগানিস্তান। স্বাভাবিকভাবেই আইপিএলে তারই ফসল পাচ্ছেন আফগান ক্রিকেটাররা। নিলামে মুম্বই ইন্ডিয়ান্সের চোখে পড়ে গিয়েছেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ নবি। ৩৮ বছরের নবিতেই অবশেষে ভরসা রেখেছেন নীতা আম্বানিরা। কবজির জোরের থেকেও অনেকসময় অভিজ্ঞতা কথা বলে ওঠে। সেই ভাবনা থেকেই হয়তো নবিকে বেছে নিয়েছে মুম্বই। দুবাইয়ের নিলাম থেকে জলের দরে  ভারতীয় ক্রিকেটারদের কিনেছে মুম্বই। বেস প্রাইস ২০ লক্ষ টাকায় শ্রেয়স গোপাল ও শিবালিক শর্মাকে দলে নিয়েছেন নীতা আম্বানিরা। এ ছাড়া ২০ লক্ষ টাকা দিয়ে দুই তরুণ ক্রিকেটার আনশুন কাম্বোজ ও নমন ধীরকে কিনেছে মুম্বই। নীল জার্সিতেই আইপিএলের মঞ্চে আত্মপ্রকাশ করবেন তাঁরা।