Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চিয়ারলিডার থেকে ঘরের বউ, সামির সংসার সুখের হয়নি, লম্বা ইনিংস খেলছেন ডি’কক

Cheerleader to Cricketers Wife: ভারতীয় ক্রিকেটের কোটপতি লিগ চলাকালীন চিয়ারলিডারদের দেখেন না, এমন দর্শকের জুড়ি মেলা ভার। তবে শুধুই কি দর্শকদের মন জুড়ে থাকেন চিয়ারলিডাররা? না তা নয়। অতীতে দেখা গিয়েছে, চিয়ারলিডার থেকে ক্রিকেটারদের ঘরণী হয়েছেন কেউ কেউ। আজ শোনাব তাঁদেরই গল্প।

চিয়ারলিডার থেকে ঘরের বউ, সামির সংসার সুখের হয়নি, লম্বা ইনিংস খেলছেন ডি'কক
চিয়ারলিডার থেকে ঘরের বউ, সামির সংসার সুখের হয়নি, লম্বা ইনিংস খেলছেন ডি'কক
Follow Us:
| Updated on: Apr 06, 2025 | 10:15 AM

এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা… গানের কলি শুনলেই কেমন একটা প্রেম প্রেম ভাব জাগে। আর সামনে যখন দেখা যায় কোনও স্বল্পবসনা সুন্দরীকে, তখন তো আর কথাই নেই। অনেকের মনে বসন্ত এসে ঢেউ তোলে। সেই সুন্দরী আবার হাসিমুখে যদি কোমর দোলান, ব্যাস, তা হলে তো তাঁর কাছে অবলীলায় ‘সারেন্ডার’ করা যায়। এত কথা হচ্ছে যখন, কাদের নিয়ে কথা, না বললে আর চলছে না। অনেকের হয়তো এসব শুনতে শুনতে ধৈর্যের বাঁধ ভাঙতে পারে। তার দরকার নেই। ফিরে আসা যাক ট্র্যাকে। আসলে এই স্বল্পবসনারা হলেন আইপিএলের চিয়ারলিডার। ভারতীয় ক্রিকেটের কোটপতি লিগ চলাকালীন চিয়ারলিডারদের দেখেন না, এমন দর্শকের জুড়ি মেলা ভার। তবে শুধুই কি দর্শকদের মন জুড়ে থাকেন চিয়ারলিডাররা? না তা নয়। অতীতে দেখা গিয়েছে, চিয়ারলিডার থেকে ক্রিকেটারদের ঘরণী হয়েছেন কেউ কেউ। আজ শোনাব তাঁদেরই গল্প।

আইপিএল চলাকালীন স্টেডিয়ামে ম্যাচের ফাঁকে চলতে থাকে নানা গান। ডিজে এক্কেবারে আটঘাট বেঁধে আসরে নেমে পড়েন। আর সেই ছন্দে মাঝে মাঝে মেতে ওঠেন চিয়ারলিডাররা। এ ছাড়া যখন দুই দলের ক্রিকেটাররা চার-ছক্কা মারেন, উইকেট নেন, সেই সময় হাসতে হাসতে পমপম হাতে স্টেজে উঠে পড়েন সুন্দরীরা। তাঁদের শরীরী ভঙ্গিতে চলে উদযাপন। তেমনই এক সুন্দরী মন চুরি করেছিলেন ভারতীয় তারকা পেসার মহম্মদ সামির। এখানেই শেষ নয়। এই তালিকায় রয়েছেন প্রোটিয়া তারকা উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি’ককও।

প্রথমে আসা যাক সামিতে… মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন হাসিন জাহান। তিনি পরবর্তীতে কেকেআরের চিয়ারলিডারও হন। ২০১২ সালের আইপিএলে একটি পার্টিতে তাঁর সঙ্গে পরিচয় হয় সামির। এরপর একে অপরকে চোখে হারাতে থাকেন। নিজের থেকে বয়সে দশ বছরের বড় হাসিনের সঙ্গে দু’বছর ডেটিংয়ের পর ২০১৪ সালে ধুমধাম করে বিয়ে করেন সামি। ২০১৫ সালে মেয়ে আইরার জন্ম। তাঁদের সুখের সংসার বেশিদিন টেকেনি। ২০১৮ সালে সামির বিরুদ্ধে অভিযোগের পাহাড় আনেন হাসিন। যার মধ্যে গার্হস্থ্য হিংসা, বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং ম্যাচ গড়াপেটার মতো অভিযোগও ছিল। পরবর্তীতে হাসিনের সঙ্গে সামির বিচ্ছেদ হয়।

চিয়ারলিডার হাসিনকে নিজের ঘরণী বানিয়ে সামির জীবন সুখের হয়নি। কিন্তু প্রোটিয়া সুপারস্টার কুইন্টন ডি’কক দিব্বি সংসার করছেন। কুইন্টন ডি’ককের স্ত্রীর নাম সাশা ডি’কক। ২০১২ সালে সাশার সঙ্গে প্রথম দেখা ডি’ককের। সেই সময় সাশা চিয়ারলিডার ছিলেন। ২০১২ সালে চ্যাম্পিয়ন্স লিগে হাইভেল্ড লায়ন্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে সাশা ও ডি’ককের প্রথম দেখা। মাঠের সাক্ষাতের পর সেখানেই তাঁদের কথা থেমে যায়নি। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে খুঁজে বের করেন। তারপর বাড়তে থাকে তাঁদের কথা। সেই শুরু। এর পর তিন বছর ডেট করেন। ২০১৫ সালে তাঁদের এনগেজমেন্ট হয়। পরের বছর অর্থাৎ ২০১৬ সালে কুইন্টন-সাশা বিয়ে করেন। ২০২২ সালের জানুয়ারিতে তাঁদের একমাত্র কন্যা সন্তানের জন্ম। নাম তার কিয়ারা। তিনজনের সুখের সংসার দেখে ডি’ককের ভক্তরা বেশ খুশি।