MS Dhoni: আগামী মরসুমের ম্যাচ উইনার খুঁজে দিলেন ধোনি? যাঁরা রয়েছেন তালিকায়…
IPL, Chennai Super Kings: ধোনি পরের মরসুমে যে ভূমিকাতেই থাকুন, পাঁচ জন ম্যাচ উইনার যেন খুঁজে দিলেন। তাদের মরসুমে মাঝপথে নিয়েছিলেন, খেলালেন, ভরসা দিলেন, আর লড়াইয়ের ময়দানে এগিয়ে দিলেন। কোন পাঁচজনকে খুঁজে দিলেন ধোনি?

মহেন্দ্র সিং ধোনি কি খেলবেন? গত কয়েক বছরের মতো ধোঁয়াশায় রেখেছেন। মরসুমের শেষ ম্যাচের পর জানিয়ে দেন, এখনও তো অনেক সময় আছে। বরং, রাঁচিতে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটানো, বাইক রাইডিংয়েই ফোকাস করতে চান। আগামী মরসুমে খেলবেন কি না, সেই সিদ্ধান্ত না হয় পরের মরসুমেই দেখা যাবে! আইপিএলে এবার লাস্টবয় চেন্নাই সুপার কিংস। ধোনি পরের মরসুমে যে ভূমিকাতেই থাকুন, পাঁচ জন ম্যাচ উইনার যেন খুঁজে দিলেন। তাদের মরসুমে মাঝপথে নিয়েছিলেন, খেলালেন, ভরসা দিলেন, আর লড়াইয়ের ময়দানে এগিয়ে দিলেন। কোন পাঁচজনকে খুঁজে দিলেন ধোনি?
নুর আহমেদ। আফগানিস্তানের এই তরুণ বাঁ হাতি রিস্ট স্পিনার এর আগে গুজরাট টাইটান্সে ছিলেন। সেখানে অবশ্য অটোমেটিক চয়েস ধরা হয়নি। এই মরসুম সব বদলে দিয়েছে। চেন্নাই জার্সিতে প্রথম ম্যাচ থেকেই নজর কেড়েছেন নুর আহমেদ। রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিনের মতো দুই অভিজ্ঞ স্পিনারদের ছাপিয়ে ধারাবাহিক ভালো পারফর্ম করেছেন। ১৪ ম্যাচে নিয়েছেন ২৪ উইকেট! তাক লাগিয়ে দেওয়ার মতোই পারফরম্যান্স।
ডিওয়াল্ড ব্রেভিস। প্রথম বার আইপিএলে সুযোগ পেয়েছিলেন তা নয়। হাতে গোনা ম্যাচ খেলেছিলেন মুম্বই জার্সিতে। তাঁকে বেবি এবি বলতেই অভ্যস্ত। ২২ বছরের এই প্রোটিয়া তরুণকে মাঝপথে সই করায় চেন্নাই। ধোনির নেতৃত্বে খেলার সুযোগ। কোন তরুণই বা ছাড়তে চাইবেন! আর এমন মঞ্চে ছাপ ফেলার বাড়তি তাগিদ থাকাও অস্বাভাবিক নয়। মাত্র ৬ ম্যাচ, ১৮০ স্ট্রাইকরেটে ২২৫ রান। দুটো হাফসেঞ্চুরিও করেছেন।
বলতে হয় আয়ুষ মাহত্রের কথাও। বয়সভিত্তিক এবং মুম্বই ক্রিকেটে সাড়া ফেলেছিলেন। আইপিএলে সুযোগ হঠাৎই। ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ের পরিবর্ত হিসেবে আয়ুষকে নেয় চেন্নাই। ১৭ বছরের আয়ুষ ৭ ম্যাচে ১৮৮-এর বেশি স্ট্রাইকরেটে ২৪০ রান করেন। এর মধ্যে আরসিবির বিরুদ্ধে ৯৪ রানের দুর্দান্ত ইনিংসও রয়েছে। ইংল্যান্ড সফরে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের ক্যাপ্টেনও করা হয়েছে আয়ুষকে।
উর্ভিল প্যাটেলকে বলা যায় লাস্ট মিনিট এন্ট্রি। ধোনির পর চেন্নাইয়ের কিপার-ব্যাটার হিসেবে দেখা যেতে পারে উর্ভিলকেই। তিন ম্যাচে প্রায় ২১৩ স্ট্রাইকরেটে ৬৮ রান করেছেন। তাঁর ক্যামিও ইনিংস ম্যাচের টার্নিং পয়েন্টও হয়ে দাঁড়িয়েছে।
মেগা অকশনেই AK-47 অর্থাৎ অংশুল কম্বোজকে নিয়েছিল চেন্নাই। কিন্তু সুযোগ পাচ্ছিলেন না। অতীতে মুম্বই জার্সিতে খেলেছেন। এ মরসুমে ৮ ম্যাচে সুযোগ মিলেছে। পরিসংখ্যান বলছে ৮ ম্যাচে মাত্র ৮ উইকেট নিয়েছেন। কিন্তু টি-টোয়েন্টিতে পাওয়ার প্লে কিংবা স্লগ ওভারে বোলিং করে মাত্র ৮-এর ইকোনমি! চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন AK-47।
