Cheteshwar Pujara: রঞ্জিতে তিনে নেমে দুরন্ত ডাবল সেঞ্চুরি চেতেশ্বর পূজারার, অজি সফরের আগে নির্বাচকদের ভাবনায় ফেলে দিলেন

Team India: সামনেই বর্ডার-গাভাসকর ট্রফি। সেখানে চেতেশ্বর পূজারার মতো অভিজ্ঞ ক্রিকেটার যদি ভারতের স্কোয়াডে থাকেন, তা হলে টিম ইন্ডিয়ার জন্যই অ্যাডভান্টেজ হবে। বিশেষ করে এই সময়ে পূজারাকে নিয়ে নির্বাচকরা ভাবতেই পারেন।

Cheteshwar Pujara: রঞ্জিতে তিনে নেমে দুরন্ত ডাবল সেঞ্চুরি চেতেশ্বর পূজারার, অজি সফরের আগে নির্বাচকদের ভাবনায় ফেলে দিলেন
রঞ্জিতে তিনে নেমে দুরন্ত ডাবল সেঞ্চুরি চেতেশ্বর পূজারার, অজি সফরের আগে নির্বাচকদের ভাবনায় ফেলে দিলেন Image Credit source: X
Follow Us:
| Updated on: Oct 21, 2024 | 4:15 PM

কলকাতা: জাতীয় দলে তাঁর ফেরার রাস্তা এখনও কি খোলা আছে? পারফরম্যান্স বলছে নিশ্চিত ভাবে রয়েছে। কথা হচ্ছে চেতেশ্বর পূজারাকে (Cheteshwar Pujara) নিয়ে। নিরঞ্জন শাহ স্টেডিয়ামে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে চলছে রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের ম্যাচ। সেখানে সেঞ্চুরি হাঁকিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ২১ হাজার রানের গণ্ডি টপকে যান পূজারা। ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার পূজারা অবশ্য সেঞ্চুরিতে থেমে থাকেননি। তিনে নেমে করেছেন অনবদ্য ডাবল সেঞ্চুরি। এই ইনিংসের সুবাদে তিনি আবার ভারতীয় নির্বাচকদের তাঁকে নিয়ে ভাবতে বাধ্য করলেন।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ছত্তীসগঢ়ের ক্যাপ্টেন। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ৫৭৮ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে ছত্তীসগঢ়। এরপর সৌরাষ্ট্রকে এগিয়ে নিয়ে গিয়েছেন শেল্ডন জ্যাকশন, অর্পিত বাসবদা, চেতেশ্বর পূজারারা। রঞ্জিতে কেরিয়ারের ২৫তম শতরান পূর্ণ করতে পূজারা নেন ১৯৭টি ডেলিভারি। এটি পূজারার কেরিয়ারের ৬৬তম প্রথম শ্রেণির শতরান। আর সেই সুবাদে ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারাকে পিছনে ফেলে দিলেন পূজারা। কারণ প্রথম শ্রেণির ক্রিকেটে লারার নামে রয়েছে ৬৫টি শতরান।

এই খবরটিও পড়ুন

সামনেই বর্ডার-গাভাসকর ট্রফি। সেখানে চেতেশ্বর পূজারার মতো অভিজ্ঞ ক্রিকেটার যদি ভারতের স্কোয়াডে থাকেন, তা হলে টিম ইন্ডিয়ার জন্যই অ্যাডভান্টেজ হবে। তিনে ভারতীয় টিমের ভরসা হয়ে উঠতে পারেন পূজারা। তাই বিশেষ করে এই সময়ে পূজারাকে নিয়ে নির্বাচকরা ভাবতেই পারেন। ৩৪৮ বলে ডাবল সেঞ্চুরি চেতেশ্বর পূজারার। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি পূজারার ১৮তম ডাবল সেঞ্চুরি।