AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chris Gayle: বাবল ক্লান্তি, আইপিএল থেকে সরলেন ক্রিস গেইল

দীর্ঘদিন কেউ যদি জৈব সুরক্ষায় বন্দি থাকেন, তা হলে তাঁর মানসিক স্বাস্থ্যের চরম অবনতি হতে পারে। ক্রিস গেইল (Chris Gayle) এর সাম্প্রতিকতম উদাহরণ হয়ে গেলেন।

Chris Gayle: বাবল ক্লান্তি, আইপিএল থেকে সরলেন ক্রিস গেইল
Chris Gayle: বাবল ক্লান্তি, আইপিএল থেকে সরলেন ক্রিস গেইল (ছবি-পঞ্জাব কিংস টুইটার)
| Edited By: | Updated on: Oct 01, 2021 | 4:29 PM
Share

দুবাই: বায়ো বাবল (Bio Bubble) কতটা মানসিক অবসাদ ডেকে আনে? গত দেড়-দু’বছর ধরে এ নিয়েই মনোবিদরা সবচেয়ে বেশি সোচ্চার। তাঁদের গবেষণার ফল বলছে, দীর্ঘদিন কেউ যদি জৈব সুরক্ষায় বন্দি থাকেন, তা হলে তাঁর মানসিক স্বাস্থ্যের চরম অবনতি হতে পারে। ক্রিস গেইল (Chris Gayle) এর সাম্প্রতিকতম উদাহরণ হয়ে গেলেন। বায়ো বাবলে হাঁসফাঁস করা গেইল আইপিএল (IPL) থেকে সরিয়ে নিলেন নিজেকে।

পঞ্জাব কিংসের (Punjab Kings) তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বায়ো বাবলের ক্লান্তির কারণেই আইপিএল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গেইল।’ আর ক্যারিবিয়ান কিংবদন্তি? তাঁরও সোজাসাপ্টা মন্তব্য, ‘গত কয়েক মাস ধরে আমি শুধু বাবলেই কাটাচ্ছি। কখনও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের জন্য, কখনও সিডব্লিউআই, কখনও আইপিএলের জন্য। নিজেকে এখন মানসিক ভাবে তরতাজা করার সময় এসেছে। ফ্রেশ হতে হবে।’

ক্রিকেট তো বটেই করোনাকালীন পৃথিবীতে আন্তর্জাতিক খেলাধুলোতেও বারবার বায়ো বাবলের প্রসঙ্গ উঠেছে। তারকারা এ নিয়ে সোচ্চার হয়েছেন। টানা বায়ো বাবলে থাকলে যে খেলার উপরেও প্রভাব পড়ে, তা নিয়েও কোনও সন্দেহ নেই। নিজের সেরাটা দিতে যে সমস্যা হয়, গেইলের মতো ক্রিকেটাররা খুব ভালো করে জানেন। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেকে আবার ফোকাসড করার জন্যই ছুটি নিতে চাইছেন।

গেইলের কথায়, ‘আমি আবার নতুন করে ফোকাস করতে চাই ক্রিকেটে। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে নেমে পড়ার আগে দুবাইয়েই ছুটি কাটাতে চাই। পঞ্জাব কিংসের টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই, ওরা আমার ছুটি মঞ্জুর করার জন্য। টিমের জন্য আগাম শুভেচ্ছা রইল আমার। সেরা ক্রিকেটটা ওরা দিক।’

টিমের হেড কোচ অনিল কুম্বলেও কিন্তু গেইলের এই সিদ্ধান্তকে খুশি মনেই মেনে নিয়েছেন। ‘গেইলের বিরুদ্ধে আমি খেলেছি। এখন ওর কোচ। ও চূড়ান্ত পেশাদার। ও বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে চায়। সেই সঙ্গে নিজেকে মানসিক ভাবেও তরতাজা করে তুলতে চায়। ওকে এই সময়টা দিতেই হবে।’

আরও পড়ুন: IPL 2021: অরেঞ্জ আর্মির সঙ্গে সম্পর্কে ইতির ইঙ্গিত ডেভিড ওয়ার্নারের

আরও পড়ুন:  IPL 2021: পঞ্জাবের বিরুদ্ধে সাবধানী নাইট শিবির