India vs South Africa: কোচ রাহুলের টোটকাতেই সাফল্য পাচ্ছেন ওপেনার মায়াঙ্ক

Mayank Agarwal: টি-টোয়েন্টিতে পঞ্জাব কিংসের হয়ে ওপেন করতেন তিনি আর লোকেশ রাহুল। সেই রাহুলই নিয়েছেন তাঁর সাক্ষাত্‍কার। কোচ দ্রাবিড়কে নিয়ে মায়াঙ্ক বলেছেন, 'দ্রাবিড় স্যারই আমার সঙ্গে প্রথম মানসিক বোঝাপড়া, নিজেকে চেনা, এমন বিষয়গুলো নিয়ে কথা বলতেন। বুঝতে পেরেছিলাম, ওইগুলো যদি কার্যকর করতে পারি, সেরা দেওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়।

India vs South Africa: কোচ রাহুলের টোটকাতেই সাফল্য পাচ্ছেন ওপেনার মায়াঙ্ক
দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জ নিতে তৈরি মায়াঙ্ক। Pics Courtesy: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 24, 2021 | 3:37 PM

সেঞ্চুরিয়ন: জাতীয় টিমের বাইরে থাকাকালীন মানসিক সমঝোতার উপরেই জোর দিতেন তিনি। সেই ভারসাম্যের উপর জোর দিতে বলেছিলেন কোচ রাহুল দ্রাবিড়ই (Rahul Dravid)। সেটাই ভীষণ ভাবে কাজে লেগেছে মায়াঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal)। দু’দিন পর দক্ষিণ আফ্রিকা সফর শুরু ভারতের (India vs South Africa)। ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্ট খেলতে নামবে মায়াঙ্ক। তার আগে নিজেকে সব রকম ভাবে প্রস্তুত রাখছেন ওপেনার মায়াঙ্ক।

ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে দারুণ ফর্মে ছিলেন তিনি। ১৫০ ও ৬২ করেছিলেন। বিসিসিআই (BCCI) টিভিকে দেওয়া সাক্ষাত্‍কারে মায়াঙ্ক বলছেন, ‘নতুন করে শুরু করছি না। গত এক বছর ধরে এই প্রক্রিয়াটা চলছে। নিজেকে বোঝার চেষ্টা করেছি। কোন পদ্ধতি আমার কাজে লাগবে, কোনটা লাগবে না, সেটা উপলব্ধী করেছি। আমি টেস্ট টিমে ফিরে নিজের সেরা দিতে পেরেছি, এটা ভালো দিক। সেটাই আরও একবার করতে চাই।’

টি-টোয়েন্টিতে পঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে ওপেন করতেন তিনি আর লোকেশ রাহুল। সেই রাহুলই নিয়েছেন তাঁর সাক্ষাত্‍কার। কোচ দ্রাবিড়কে নিয়ে মায়াঙ্ক বলেছেন, ‘দ্রাবিড় স্যারই আমার সঙ্গে প্রথম মানসিক বোঝাপড়া, নিজেকে চেনা, এমন বিষয়গুলো নিয়ে কথা বলতেন। বুঝতে পেরেছিলাম, ওইগুলো যদি কার্যকর করতে পারি, সেরা দেওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। আমার প্রস্তুতিটা যাতে ঠিক হয়, তার উপর ভীষণ জোর দিয়েছেন তিনি। এ বার আমরা সামনে তাকাব।’

বন্ধু মায়াঙ্ককে নিয়ে লোকেশ রাহুল বলেছেন, ‘আমি যেমন তোমার এই পথটুকু হেঁটে আসার সঙ্গী ছিলাম, তুমিও আমার সঙ্গী ছিলে। আমরা দু’জনই এর জন্য প্রচুর পরিশ্রম করেছি।’

কর্নাটক টিমের হয়ে একসঙ্গে রঞ্জি খেলেছেন। তারপর আইপিএলেও সঙ্গী দু’জন। রাহুল বলছেন, ‘ভারতের হয়ে কোনও দিন খেলতে পারব কিনা, তা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ ছিল। কিন্তু স্বপ্ন দেখাটা বন্ধ করিনি। স্বপ্নটাকে ছোঁয়ার জন্য প্রচুর পরিশ্রম করেছি। আজ যখন বসে ভাবি, আমরা কী ভাবে ক্রিকেট খেলা শুরু করেছিলাম, হাঁটতে হাঁটতে কোথায় এসে পৌঁছেছি, তখন মনটা ভালো হয়ে যায়।’

দুই বন্ধু লম্বা সময় একসঙ্গে খেলতে চান ভারতীয় টিমে। রাহুলের কথায়, ‘সবে শুরু করেছি আমরা। লম্বা পথে যেতে হবে আমাদের। আমাদের বন্ধুত্ব, একে অপরকে বুঝতে পারাটাই ভালো পার্টনারশিপগুলো তৈরি করেছে। দেশের হয়ে আগামী দিনে আরও ম্যাচ জিততে চাই।’

আরও পড়ুন : India Tour of South Africa: বুমরাদের কড়া চ্যালেঞ্জ সামলাতে হবে প্রোটিয়াদের: অ্যালান ডোনাল্ড