ICC Women’s World Cup 2022: প্রোটিয়া পেসারদের সামলানোর পরিকল্পনা তৈরি করে ফেলেছেন কোন ভারতীয় ব্যাটার?

১৫ব বছর বয়সে অভিষেক হয়েছিল তাঁর। কিন্তু গত এক বছর তেমন ফর্মে নেই। সেই মহিলা ক্রিকেটারই আবার নতুন করে ফিরে আসতে চাইছেন। সেই সঙ্গে মেলাতে চাইছেন বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার অঙ্কও।

ICC Women's World Cup 2022: প্রোটিয়া পেসারদের সামলানোর পরিকল্পনা তৈরি করে ফেলেছেন কোন ভারতীয় ব্যাটার?
Women's World Cup 2022: প্রোটিয়া পেসারদের সামলানোর পরিকল্পনা তৈরি করে ফেলেছেন কোন ভারতীয় ব্যাটার?Image Credit source: BCCI Women Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 26, 2022 | 10:15 PM

হ্যামিল্টন: বিশ্বকাপের (ICC Women’s World Cup 2022) সেমিফাইনালে যেতে হলে অনেক অঙ্ক মেলাতে হবে। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার (South Africa) মতো দুরন্ত ফর্মে থাকা টিমকেও হারাতে হবে। রানরেটও বাড়িয়ে রাখতে হবে। মোদ্দা কথা, বিশ্বকাপের শেষ চারের পথ মোটেও সহজ নয় মিতালি রাজদের (Mithali Raj)। বেশ কঠিন। কিন্তু ভারতীয় টিমের মেয়েরা সাফল্যের জন্য মুখিয়ে আছেন। সেরাটা দিতে চাইছেন। আর তার জন্য ঝুলন গোস্বামীরা তুলে ধরতে চাইছেন টিমগেম। বিশ্বকাপে ৬টা ম্যাচ খেলে এখনও তিনটেতে জয় পেয়েছে ভারতীয় টিম। পয়েন্ট টেবলের পাঁচে রয়েছে টিম। তাতেও অবশ্য় ঘাবড়াচ্ছেন না মিতালিরা। বরং এখান থেকেই স্বপ্নপূরণের জন্য মরিয়া হয়ে উঠেছেন।

কঠিন ম্যাচে নামার আগে ভারতের শেফালি ভার্মা যথেষ্ট আত্মবিশ্বাসী। তরুণী ক্রিকেটার তেমন ফর্মে নেই। যে কারণে টিম থেকেও বাদ পড়েছিলেন। আবার অস্ট্রেলিয়া ম্যাচে ফিরেছিলেন। সেই শেফালি বলছেন, ‘যে কোনও পরিস্থিতির জন্য আমি তৈরি হয়ে আছি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিমে সুযোগ পাওয়ার পর কিন্তু নিজের সেরাটা দেওয়ার কথাই ভেবেছিলাম। কোচেরাও আমার পাশে ছিলেন। নেটে যখনই ব্যাট করতে নেমেছি, ওঁরা নজর রেখেছেন। টিমের ব্যাটিং কোচ সব সময় বিশ্বাস জুগিয়েছেন যে, আমি আবার ফর্মে ফিরব। সেরাটা দেব। নিজের দুর্বলতার পাশাপাশি শক্তি নিয়েও কাজ করেছেন উনি। টিমের কোচিং স্টাফরা কিন্তু যারা তেমন ফর্মে নেই, তাদের জন্য বেশি কাজ করেন। তাদের সঙ্গে কথা বলে আত্মবিশ্বাস ফেরানোর চেষ্টা করেন।’

বাংলাদেশের বিরুদ্ধে ৪২ বলে ৪২ করেছিলেন শেফালি। ওটাই আবার আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে তাঁর। শেফালির কথায়, ‘শেষ ম্যাচটা আমাকে প্রচুর আত্মবিশ্বাস দিয়েছে। নিজেকে কি ভাবে আরও উন্নত করা যায়, তার চেষ্টা করছিলাম। ভালো কিংবা খারাপ কী হতে পারে, সে কথা না ভেবেই সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। দক্ষিণ আফ্রিকা ম্যাচেও ঠিক এই ভাবনা নিয়েই মাঠে নামার কথা ভাবছি। টিমের বাইরে থাকাটা কতটা যন্ত্রণার, সে আমার থেকে ভালো আর কে জানে। যে কারণে ভুলগুলো যাতে আর না হয়, তার চেষ্টাই করেছি।’

১৫ বছর বয়সে ভারতের হয়ে অভিষেক হয়েছিল শেফালির। স্মৃতি মান্ধানার ওপেনিং জুটি তিনি। তবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরে কিন্তু শর্ট বল খেলতে সমস্যা হয়েছিল শেফালির। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই সমস্যা হতে পারে কি? যদিও তিনি বলছেন, ‘শর্ট বল খেলতে যাতে সমস্যা না হয়, তার জন্য প্রচুর ট্রেনিং করেছি। অনেকটা উন্নতি করেছি ঠিকই, কিন্তু আরও ধারালো হতে হবে এই জায়গায়। তবে আমি পেস বল খেলতে ভালোবাসি। ক্রিকেটার হিসেবে আমার বেড়ে ওঠাটাই ছিল ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতে খেলতে। যে কারণে পেস বল খেলতে ভালো লাগে। দক্ষিণ আফ্রিকার পেস বোলারদের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে আছি।’

আরও পড়ুন: CSK vs KKR LIVE Score, IPL 2022: ওয়াংখেড়েতে আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি জাডেজা-শ্রেয়স