AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sunil Narine: ক্রিকেটকে বিদায় জানালেন সুনীল নারিন, চিন্তায় নাইট রাইডার্স সমর্থকরা

ওয়েস্ট ইন্ডিজের হয়ে আট বছর খেলেছেন নারিন। ২০১১ সালে ভারতের বিরুদ্ধে আমেদাবাদে ওডিআইতে ডেবিউ হয়েছিল সুনীল নারিনের। আর ভারতের বিরুদ্ধেই তিনি আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচও খেলেছিলেন। ২০১৯ সালে শেষ বার ক্যারিবিয়ানদের জার্সিতে খেলেছিলেন নারিন। চার বছর ধরে আর দেশের হয়ে খেলার সুযোগ পাননি নারিন।

Sunil Narine: ক্রিকেটকে বিদায় জানালেন সুনীল নারিন, চিন্তায় নাইট রাইডার্স সমর্থকরা
Image Credit: KKR Twitter
| Edited By: | Updated on: Nov 08, 2023 | 4:30 PM
Share

অ্যান্টিগা: তাঁর স্পিনে কুপোকাত বিশ্বের তাবড় তাবড় ব্যাটাররা। সেই তিনিই এ বার ক্রিকেটকে বিদায় জানালেন। তিনি ক্যারিবিয়ান বিস্ময় স্পিনার সুনীল নারিন (Sunil Narine)। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নারিনকে দেশের হয়ে ক্রিকেটে অবদান রাখার জন্য ধন্যবাদ জানানো হয়েছে। নারিককে কি তা হলে আর ২২ গজে দেখা যাবে না? চিন্তায় পড়ে গিয়েছেন তাঁর ভক্তরা। অবশ্য সুনীল নারিন আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। ফ্র্য়াঞ্চাইজি লিগ নিয়ে তিনি এখনও কোনও সিদ্ধান্ত নেননি। তাতে ধরেই নেওয়া যায়, আইপিএল বা অন্য়ান্য ফ্র্য়াঞ্চাইজি লিগে আরও কিছুদিন খেলতে দেখা যাবে নারিনকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে আট বছর খেলেছেন নারিন। ২০১১ সালে ভারতের বিরুদ্ধে আমেদাবাদে ওডিআইতে ডেবিউ হয়েছিল সুনীল নারিনের। আর ভারতের বিরুদ্ধেই তিনি আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচও খেলেছিলেন। ২০১৯ সালে শেষ বার ক্যারিবিয়ানদের জার্সিতে খেলেছিলেন নারিন। চার বছর ধরে আর দেশের হয়ে খেলার সুযোগ পাননি নারিন। এ বার তাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন নারিন।

নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির হয়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন সুনীল নারিন। তিনি অবসরের সিদ্ধান্ত নেওয়ায় নাইট রাইডার্স সমর্থকদের মাথায় হাত উঠেছে। কিন্তু বেশি চিন্তার নেই। কারণ, এখনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে কোনও সিদ্ধান্ত জানাননি সুনীল নারিন। ফলে আশা করাই যায় আরও কিছুদিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন নারিন।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অফ ক্রিকেট, মাইলস বাসকম্ব বলেন, ‘আন্তর্জাতিক মঞ্চে ওয়েস্ট ইন্ডিজে তাঁর অবদানের জন্য আমি সিডব্লিউআই এর পক্ষ থেকে সুনীল নারিনকে ধন্যবাদ জানাতে চাই। তিনি এমন একজন বোলার ছিলেন, যিনি ভক্তদের উত্তেজিত করতেন এবং তাদের খেলার সঙ্গে যুক্ত করে রাখতেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণের ‘এক্স’ ফ্যাক্টর ছিলেন। এবং তাঁর থেকে আমরা বেশ কিছু আশ্চর্যজনক স্পেল দেখেছি। আমরা সকলেই শ্রীলঙ্কায় তাঁর জাদুকরী বোলিং পারফরম্যান্সের কথা মনে করি, তিনি ওয়েস্ট ইন্ডিজকে তাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিততে সাহায্য করেছিলেন। তিনি এখনও যেহেতু খেলা চালিয়ে যাচ্ছেন, আমরা তাঁর আরও সাফল্য কামনা করি।’

দেশের হয়ে নারিন ৬টি টেস্টে ২১টি উইকেট নিয়েছেন, করেছেন ৪০ রান। এবং ওডিআই ও টি-২০-তে নারিন যথাক্রমে খেলেছেন ৬৫টি ম্যাচ এবং ৫১টি ম্যাচ। তাতে নিয়েছেন যথাক্রমে ৯২টি উইকেট ও ৫২টি উইকেট। আর এই দুই ফর্ম্যাটে নারিন করেছেন যথাক্রমে ৩৬৩ ও ১৫৫ রান।